হায়দরাবাদ:পরীক্ষামূলক সফল উৎক্ষেপণ স্পেসএক্সের লঞ্চ ভেহিকল স্টারশিপ রকেটের ৷ এটি ষষ্ট বারের চেষ্টায় সফল হয়েছে এই উৎক্ষেপণ ৷ বিশ্বের সবথেকে ধনী উদ্যোক্তা ইলন মাস্কের সংস্তা স্পেসএক্স মঙ্গলবার স্টারশিপের পরীক্ষামূলক উৎক্ষেপণ করে ৷ 121-মিটার দীর্ঘ রকেট বুস্টার ব্যর্থ হয়েছিল ৷ সেটি অবশেষে ভারত মহাসাগরে সফলভাবে অবতরণ করে।
স্পেসএক্সের রকেটে মহাশূন্যে স্যাটেলাইট GSAT-20, মাঝ আকাশে মিলবে ইন্টারনেট
স্টারশিপকে বিশ্বের সবথেকে শক্তিশালী লঞ্চ ভেহিকেল হিসেবে উল্লেখল করেছে স্পেসএক্স । মঙ্গলবার, 400-ফুট বা 121-মিটার দীর্ঘ রকেটটি টেক্সাসের ব্রাউনসভিলে স্পেসএক্সের স্টারবেস থেকে উৎক্ষেপণ করা হয়েছিল। স্পেসএক্সের এক্স হ্যান্ডেলে একটি ভিডিয়ো বার্তা দেওয়া হয়েছিল। নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্টারশিপ লঞ্চের সময় উপস্থিত ছিলেন।
আরও শক্তিশালী প্রতিরক্ষা মন্ত্রক! পরীক্ষায় সফল অত্যাধুনিক 'পিনাকা'
স্পেসএক্স-এর প্রধান ইলন মাস্ক জানান, সমুদ্রে স্টারশিপ অবতরণের জন্য আরেকটি পরীক্ষা করা হবে। সেই পরীক্ষা সফল হলে, স্পেসএক্স তার লঞ্চ টাওয়ারের স্টারশিপ অবতরণ করানোর চেষ্টা করবে।