পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / technology

নতুন প্রেসিডেন্টেরউপস্থিতিতে স্টারশিপের 6তম পরীক্ষামূলক উৎক্ষেপণ - COMPLETES STARSHIP 6TH TEST FLIGHT

বিশ্বের সবচেয়ে শক্তিশালী লঞ্চ ভেহিকেল স্টারশিপ 6 বারের পরীক্ষায় সফল হয়েছে। নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উপস্থিত ছিলেন স্টারশিপ লঞ্চের অনুষ্ঠানে ।

SpaceX
টেক্সাসে স্পেসএক্সের রকেট স্টারশিপের পরীক্ষামূলক উৎক্ষেপণ (ছবি এপি)

By ETV Bharat Tech Team

Published : Nov 20, 2024, 5:29 PM IST

হায়দরাবাদ:পরীক্ষামূলক সফল উৎক্ষেপণ স্পেসএক্সের লঞ্চ ভেহিকল স্টারশিপ রকেটের ৷ এটি ষষ্ট বারের চেষ্টায় সফল হয়েছে এই উৎক্ষেপণ ৷ বিশ্বের সবথেকে ধনী উদ্যোক্তা ইলন মাস্কের সংস্তা স্পেসএক্স মঙ্গলবার স্টারশিপের পরীক্ষামূলক উৎক্ষেপণ করে ৷ 121-মিটার দীর্ঘ রকেট বুস্টার ব্যর্থ হয়েছিল ৷ সেটি অবশেষে ভারত মহাসাগরে সফলভাবে অবতরণ করে।

স্পেসএক্সের রকেটে মহাশূন্যে স্যাটেলাইট GSAT-20, মাঝ আকাশে মিলবে ইন্টারনেট

স্টারশিপকে বিশ্বের সবথেকে শক্তিশালী লঞ্চ ভেহিকেল হিসেবে উল্লেখল করেছে স্পেসএক্স । মঙ্গলবার, 400-ফুট বা 121-মিটার দীর্ঘ রকেটটি টেক্সাসের ব্রাউনসভিলে স্পেসএক্সের স্টারবেস থেকে উৎক্ষেপণ করা হয়েছিল। স্পেসএক্সের এক্স হ্যান্ডেলে একটি ভিডিয়ো বার্তা দেওয়া হয়েছিল। নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্টারশিপ লঞ্চের সময় উপস্থিত ছিলেন।

আরও শক্তিশালী প্রতিরক্ষা মন্ত্রক! পরীক্ষায় সফল অত্যাধুনিক 'পিনাকা'

স্পেসএক্স-এর প্রধান ইলন মাস্ক জানান, সমুদ্রে স্টারশিপ অবতরণের জন্য আরেকটি পরীক্ষা করা হবে। সেই পরীক্ষা সফল হলে, স্পেসএক্স তার লঞ্চ টাওয়ারের স্টারশিপ অবতরণ করানোর চেষ্টা করবে।

বুস্টার রিকভারিতে সমস্যা

মঙ্গলবার, ডোনাল্ড ট্রাম্প যখন বুস্টার ক্যাচ দেখতে ইলন মাস্কের সঙ্গে স্টারবেসে পৌঁছেছিলেন ৷ স্টারশিপের সুপার-হেভি বুস্টারটি পঞ্চমবারের পরীক্ষামূলক উৎক্ষেপণে ব্যর্থ হয়েছিল। বুস্টারের প্রযুক্তিগত সমস্যার কারণে সেটি ব্যর্থ হয় ৷ স্পেসএক্স এটিকে সমুদ্রে অবতরণ করার সিদ্ধান্ত নিয়েছে। সুপার হেভি বুস্টার মেক্সিকো উপসাগরে অবতরণ করে।

সফল দেশীয় প্রযুক্তির লং-রেঞ্জ মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপণ

জলে সফল বুস্টার অবতরণ

বুধবার IST (ভারতীয় সময়) রাত 3.30 মিনিটে স্টারশিপটির 6 বার পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়। উৎক্ষেপণ সফল হয় ৷ প্রসঙ্গত, গত 13 অক্টোবর পঞ্চমবারের জন্য স্টারশিপ পরীক্ষা করা হয়েছিল। এটি পৃথিবী থেকে 96 কিলোমিটার দূরে পাঠানো হয়েছিল। উৎক্ষেপণের পরে বুস্টার মহাকাশে সবচেয়ে শক্তিশালী স্টারশিপ পাঠায় এবং সফলভাবে পৃথিবীতে ফিরে আসে। যা ছিল ঐতিহাসিক। কারণ এটিই প্রথমবারের মতো একটি রকেট মহাকাশে পাঠানো হয়েছিল এবং সফলভাবে পৃথিবীতে ফিরে এসেছিল।

আইআইটি-ইসরোর যৌথ উদ্যোগে চালু 'সেন্টার অফ অ্যাক্সিলেন্স'

ABOUT THE AUTHOR

...view details