হায়দরাবাদ:প্রতিদিনই কোনও না কোনও আপডেট আনছেহোয়াটসঅ্যাপ ৷ এবার হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহাকারীদের জন্য নতুন ফিচার আনল মেটা ৷ তবে হোয়াটঅ্যাপের বিটা ভার্সন ব্যবহরকারীরা এই ফিচারের সুবিধা পাবেন ৷ একটি প্রতিবেদন অনুসারে, হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহারকারীদের জন্য 'রিভার্স ইমেজ' ফিচার চালু করতে চলেছে । নতুন ফিচারের সাহায্যে সহজেই ভুয়ো ছবি খুঁজে বের করতে পারবেন ব্যবহারকারীরা ৷
নতুন বছরে নতুন সাজ! জোড়া ফিচারে ইনসট্যান্ট মেসেজিংঅ্যাপ
হোয়াটসঅ্যাপ অ্যান্ড্রয়েডে বিটা ভর্সনেও এই নতুন ফিচারটি আপাতত ব্যবহার করা যাবে । তাই যে সকল ব্যবহারকারী WABetainfo-র WhatsApp ওয়েবে বিটা ভারসন ব্যবহার করেন তাঁরা এর সুবিধা পাবেন ৷ এবার জেনে নেওয়া যাক কিভাবে কাজ করে হোয়াটঅ্যাপের নতুন এই ফিচার ৷ জানা গিয়েছে, WABetainfo, হোয়াটসঅ্যাপের নতুন ফিচার 'রিভার্স ইমেজ'-এর সাহায্যে যেকোনও ছবি ট্র্যাক করা যাবে ৷
এই বৈশিষ্ট্যটির সাহায্যে সহজেই জানা যাবে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের গুগলের সঙ্গে শেয়ার করা ছবি সঠিক কি না ৷ নতুন বৈশিষ্ট্যের সাহায্য়ে ব্যবহারকারীর ছবি সনাক্তকরণ আরও সহজ হবে ৷ সেই সঙ্গে প্রতারণার কবল থেকে রক্ষা পাবেন ব্যবহারকারীরা ৷ এবার জেনে নেওয়া যাক হোয়াটসঅ্যাপের এই বৈশিষ্ট্য কীভাবে সাহায্য করবে ৷
হোয়াটসঅ্যাপের লুকনো ফিচার! যা দিয়ে একসঙ্গে একাধিক ব্যক্তিকে মেসেজ করা যায়
কীভাবে এটি ব্যবহার করবেন: হোয়াটসঅ্যাপ ওয়েব অ্যাপ্লিকেশনে এই ফিচার ব্য়বহারের জন্য একটি শর্টকাট অপশন থাকবে ৷ ব্যবহারকারীরা ওয়েবে সেই ছবি সম্পর্কিত তথ্য অনুসন্ধানের জন্য ছবিটি Google-এ আপলোড করলেই সেই সম্পর্কিত সমস্ত তথ্য পেয়ে যাবেন ৷ এরজন্য ডিফল্ট ব্রাউজার চালু করতে চলেছে ।
কয়েকদিন আগেই হোয়াটসঅ্যাপে ডকুমেন্ট স্ক্যানিং ফিচার এসেছে । হোয়াটসঅ্যাপ সম্প্রতি ইন-অ্যাপ স্ক্যানিং ফিচার চালু করেছে ৷ তবে আপাতত iOS ব্যবহারকারীরাও হোয়াটসঅ্যাপ নথিগুলি স্ক্যানিং ফিচার ব্যবহার করতে পারবেন ৷ iOS-এর জন্য সর্বশেষ হোয়াটসঅ্যাপ আপডেটের সংস্করণ 24.25.80 ব্যবহারকারীদের ডকুমেন্ট-শেয়ারিং মেনুতে গিয়ে সরাসরি ডকুমেন্ট স্ক্যানের সুবিধা পাবেন । এই ফিচারের ফলে আলাদা স্ক্যানিং অ্যাপ ডাউনলোড করার প্রয়োজন নেই ৷
নথি বিনিময়ের ব্যবহারকারীরা ডকুমেন্ট-শেয়ারিং মেনু খুলতে হবে ৷ এরপর সেখানে একটি "স্ক্যান" বিকল্প দেখতে পাওয়া যাবে ৷ যা তাদের ডিভাইসের ক্যামেরা সক্রিয় করবে। নথির একটি ছবি তোলার পরে, ব্যবহারকারীরা স্ক্যানটিকে আগের মতো দেখতে পাবেন ৷
মোবাইল নম্বর ছাড়াই এবার মেসেজ পাঠানো যাবে হোয়াটসঅ্যাপে, কীভাবে জেনে নিন - WhatsApp Using Without Number