হায়দরাবাদ:শীঘ্রই লঞ্চ হতে চলেছে রেডমি নোট 14 সিরিজ ৷ চলতি মাসের 26 তারিখে বাজারে আসবে এই সিরিজের স্মার্টফোনগুলি ৷ রেডমির পক্ষ থেকে জানানো হয়েছে এটি চিনে লঞ্চ করা হবে ৷ Readmi Note 14 pro serise এর পাশপাশি Redmi Buds 6 TWS ইয়ারবাড এদিন লঞ্চ করবে ৷ ভারতের বাজারে একই দিনে লঞ্চ করবে কি না তা এখনও জানানো হয়নি রেডমির পক্ষ থেকে ৷
আকর্ষণীয় ছাড়ে মিলছে ওয়ানপ্লাস ও স্যামসাংয়ের স্মার্টফোন
এই সিরিজের বৈশিষ্ট্য কী:রেডমিNote 14, Note 14 Pro এবং Note 14 Pro+ মডেলগুলি লঞ্চ করা হচ্ছে সংশ্লিষ্ট দিনে ৷ শুধু তাই নয়, Note 14 Pro এবং 14 Pro+-এর অফিসিয়াল ছবিও প্রকাশ করা হয়েছে । দু’টি মডেলই কার্ভড ও অ্যামোলেড ডিসপ্লে রয়েছে । Note 14 Pro একটি ক্যামেরা নচ এবং LED ফ্ল্যাশ রয়েছে ৷ দু’টি মডেলে 50MP প্রাথমিক ক্যামেরা থাকতে পারে। দু’টি অতিরিক্ত ক্যামেরা এবং একটি LED ফ্ল্যাশ ইউনিট থাকবে ৷
আর অপেক্ষা নয়! অনলাইন অর্ডারে 10 মিনিটে দুয়ারে ফোন
চারটি রঙে পাওয়া যাবে: Redmi Note 14 Pro ফোনটি মিডনাইট ব্ল্যাক, মিরর পোরসেলিন হোয়াইট, টোয়াইলাইট পার্পল এবং ফ্যান্টম ব্লু এই চারটি রঙে লঞ্চ করা হচ্ছে। পাশাপাশি কোম্পানি তিনটি রঙে নোট 14 প্রো+ লঞ্চ করছে এদিন ৷ মিডনাইট ব্ল্যাক, মিরর পোরসেলিন হোয়াইট এবং স্যান্ড স্টার গ্রিন। তবে, নোট 14 এর কোন কোন ভ্যারিয়েন্টে লঞ্চ করা হবে তা এখনও জানানো হয়নি ৷
14 সিরিজের ডিসপ্লে:রেডমির তরফে জানানো হয়েছে এই সিরিজের মডেলগুলিতে গরিলা গ্লাস ব্যবহার করা হয়েছে ৷ যাতে স্মার্টফোনগুলি ধুলো-বালি ও একটি নির্দিষ্ট মাত্রা পর্যন্ত জল প্রতিরোধ করতে পারে ৷ Note 14 Pro মডেল জল প্রতিরোধক ৷ আগামী বছরে রেডমির 14 সিরিজ ভারতের বাজারে আসতে পারে ৷
15 হাজারে 50 মেগাপিক্সেল ক্যামেরা ও আইফোনের ফিচার Honor 200 Lite এ