পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / technology

চলতি মাসেই লঞ্চ করতে চলেছে রেডমির 14 সিরিজ - Redmi Note 14 Pro Series - REDMI NOTE 14 PRO SERIES

Redmi Note 14 series 26: Redmi কোম্পানি শীঘ্রই Redmi Note 14 সিরিজ লঞ্চ করতে চলেছে। কোম্পানি এই আসন্ন সিরিজের লঞ্চের তারিখ ঘোষণা করেছে। Redmi 26 সেপ্টেম্বর Redmi Note 14 সিরিজ লঞ্চ করবে। এই ইভেন্টে Redmi Buds 6 TWS ইয়ারবাডও বাজারজাত করছে রেডমি ৷

Redmi Note 14 series
Redmi Note 14 সিরিজ (ছবি Redmi)

By ETV Bharat Tech Team

Published : Sep 24, 2024, 1:37 PM IST

হায়দরাবাদ:শীঘ্রই লঞ্চ হতে চলেছে রেডমি নোট 14 সিরিজ ৷ চলতি মাসের 26 তারিখে বাজারে আসবে এই সিরিজের স্মার্টফোনগুলি ৷ রেডমির পক্ষ থেকে জানানো হয়েছে এটি চিনে লঞ্চ করা হবে ৷ Readmi Note 14 pro serise এর পাশপাশি Redmi Buds 6 TWS ইয়ারবাড এদিন লঞ্চ করবে ৷ ভারতের বাজারে একই দিনে লঞ্চ করবে কি না তা এখনও জানানো হয়নি রেডমির পক্ষ থেকে ৷

আকর্ষণীয় ছাড়ে মিলছে ওয়ানপ্লাস ও স্যামসাংয়ের স্মার্টফোন

এই সিরিজের বৈশিষ্ট্য কী:রেডমিNote 14, Note 14 Pro এবং Note 14 Pro+ মডেলগুলি লঞ্চ করা হচ্ছে সংশ্লিষ্ট দিনে ৷ শুধু তাই নয়, Note 14 Pro এবং 14 Pro+-এর অফিসিয়াল ছবিও প্রকাশ করা হয়েছে । দু’টি মডেলই কার্ভড ও অ্যামোলেড ডিসপ্লে রয়েছে । Note 14 Pro একটি ক্যামেরা নচ এবং LED ফ্ল্যাশ রয়েছে ৷ দু’টি মডেলে 50MP প্রাথমিক ক্যামেরা থাকতে পারে। দু’টি অতিরিক্ত ক্যামেরা এবং একটি LED ফ্ল্যাশ ইউনিট থাকবে ৷

আর অপেক্ষা নয়! অনলাইন অর্ডারে 10 মিনিটে দুয়ারে ফোন

চারটি রঙে পাওয়া যাবে: Redmi Note 14 Pro ফোনটি মিডনাইট ব্ল্যাক, মিরর পোরসেলিন হোয়াইট, টোয়াইলাইট পার্পল এবং ফ্যান্টম ব্লু এই চারটি রঙে লঞ্চ করা হচ্ছে। পাশাপাশি কোম্পানি তিনটি রঙে নোট 14 প্রো+ লঞ্চ করছে এদিন ৷ মিডনাইট ব্ল্যাক, মিরর পোরসেলিন হোয়াইট এবং স্যান্ড স্টার গ্রিন। তবে, নোট 14 এর কোন কোন ভ্যারিয়েন্টে লঞ্চ করা হবে তা এখনও জানানো হয়নি ৷

14 সিরিজের ডিসপ্লে:রেডমির তরফে জানানো হয়েছে এই সিরিজের মডেলগুলিতে গরিলা গ্লাস ব্যবহার করা হয়েছে ৷ যাতে স্মার্টফোনগুলি ধুলো-বালি ও একটি নির্দিষ্ট মাত্রা পর্যন্ত জল প্রতিরোধ করতে পারে ৷ Note 14 Pro মডেল জল প্রতিরোধক ৷ আগামী বছরে রেডমির 14 সিরিজ ভারতের বাজারে আসতে পারে ৷

15 হাজারে 50 মেগাপিক্সেল ক্যামেরা ও আইফোনের ফিচার Honor 200 Lite এ

ABOUT THE AUTHOR

...view details