পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / technology

GT Boost ফিচারের সুবিধা Realme P3 সিরিজে, জানুন এর বৈশিষ্ট্য - REALME P3 PRO SMARTPHONE

Realme P3 সিরিজের স্মার্টফোন শীঘ্রই ভারতীয় বাজারে লঞ্চ হতে চলেছে। ইতিমধ্যেই ফ্লিপকার্টে টিজার প্রকাশ করা হয়েছে ৷

Realme P3
Realme P3 সিরিজ শীঘ্রই ভারতে লঞ্চ হবে (ছবি Realme India)

By ETV Bharat Tech Team

Published : Feb 5, 2025, 10:23 AM IST

হায়দরাবাদ:ভারতীয় ক্রেতাদের জন্য় নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে Realme। শীঘ্রই Realme P3 Pro স্মার্টফোনটি লঞ্চ করা হতে চলেছে। সদ্য প্রকাশিত টিজারে স্মার্টফোনের বৈশিষ্ট্য সম্পর্কে কিছু তথ্যও দেওয়া হয়েছে । গত সেপ্টেম্বরে লঞ্চ হওয়া Realme P2 Pro 5G-এর সাফল্যের পর, সংস্থাটি ভারতীয় বাজারে Realme P3 Pro লঞ্চ করতে চলেছে । এটি ফ্লিপকার্টের মাধ্যমে বিক্রি করা হবে ৷

আকর্ষণীয় ফিচারের একাধিক স্মার্টফোন, দাম 10 হাজারের কম

Realme P3 সিরিজ লঞ্চ

  • ফ্লিপকার্টে প্রকাশিত একটি টিজারে দেখা গিয়েছে, সেখানে পাওয়া যাবে এই স্মার্টফোন ৷ এছাড়াও সংস্থার নিজস্ব ওয়েবসাইটে এটি পাওয়া যাবে ৷
  • যদিও কোম্পানিটি এখনও এটির লঞ্চের তারিখ প্রকাশ করেনি ৷
  • তবে প্রো স্মার্টফোন ছাড়া এই সিরিজের আর কোনও ডিভাইস লঞ্চ করা হবে সে সম্পর্কে কোনও তথ্য জানা যায়নি ।

জিটি বুস্টের বৈশিষ্ট্যগুলি কী কী?

  • কোম্পানির তরফে উল্লেখ করা হয়েছে, Realme P3 Pro স্মার্টফোনটিতে GT Boost ফিচার থাকবে
  • এই ফিচার সাধারণত স্থিতিশীল ফ্রেম রেট, উচ্চ ফ্রেম রেট, স্থিতিশীল নেটওয়ার্ক সংযোগ, দক্ষ ব্যাটারি ব্যবহার এবং টাচের নির্ভুলতায় সাহায্য় করবে
  • এর ফলে উন্নত গ্রাফিক্স, দ্রুত স্পর্শ প্রতিক্রিয়া এবং উন্নত প্রতিক্রিয়াশীলতার মাধ্যমে গেমিং অভিজ্ঞতাকে আরও উন্নত করবে
  • রিয়েলমি জিটি 7 প্রো স্মার্টফোনেও জিটি বুস্ট ফিচারটি থাকবে

রঙের বিকল্প এবং দাম

91Mobiles- এর একটি প্রতিবেদন অনুসারে, Realme P3 Pro ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে ভারতীয় বাজারে লঞ্চ হতে পারে। এটি স্যাটার্ন ব্রাউন, গ্যালাক্সি পার্পল এবং নেবুলা ব্লু রঙের বিকল্পে আসতে পারে। রিয়েলমির এই মডেলে 8GB ব়্যাম + 128GB স্টোরেজ, 8GB ব়্যাম + 256GB স্টোরেজ, এবং 12GB ব়্যাম + 256GB স্টোরেজ, এই 3টি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে । কোম্পানি Realme P3 সিরিজে P3 5G, P3x 5G এবং P3 Ultra চালু করতে পারে । Realme P3 Pro-এর দাম সম্পর্কে কোনও তথ্য না থাকলেও, Realme P2 Pro স্মার্টফোন ভারতে 21,999 টাকায় লঞ্চ করা হয়েছিল । লঞ্চের পরই এর দাম জানা যাবে ৷

ভারতের বাজারে একসঙ্গে লঞ্চ হতে চলেছে Vivo-র জোড়া স্মার্টফোন

ABOUT THE AUTHOR

...view details