হায়দরাবাদ:টেক জায়ান্ট Realme মঙ্গলবার ভারতীয় বাজারে Realme P1 Speed 5G লঞ্চ করেছে। সেইসঙ্গে কোম্পানি Realme Techlife Studio H1 ওয়্যারলেস হেডফোনও লঞ্চ করেছে ভারতে। Realme-এর নতুন গেমিং স্পেসালিস্ট P সিরিজের স্মার্টফোনটিতে MediaTek Dimensity 7300 Energy 5G চিপসেট ব্যবহার করেছে ৷ গেম খেলার সময় যাতে ডিভাইসটি গরম হয়ে না যায়, তারজন্য স্টেইনলেস স্টিল ভিসি কুলিং এরিয়া রয়েছে ৷
এখনই বাজারে আসছে না অ্যাপলের স্মার্ট রিং
এতে 45W চার্জিং সাপোর্ট-সহ 5,000mAh ব্যাটারি রয়েছে। এই নতুন স্মার্টফোনটি Realme P1 5G, Realme P1 Pro 5G এবং Realme P2 Pro 5G সিরিজের অংশ। Realme Techlife Studio H1 কোম্পানির প্রথম ওয়্যারলেস হেডফোন হিসেবে ভারতে এনেছে। LDAC অডিয়ো কোডেক সমর্থন করে এবং হাই-রেস সার্টিফিকেশনের সুবিধা আছে ৷
পথ যদি না শেষ হয়, বাইক চড়লে বেশ হয়! নতুন ফিচার ও আকর্ষণীয় দামে বাজারে জাওয়া
Realme P1 Speed 5G এবং Realme Techlife Studio H1-এর দাম
Realme P1 Speed 5G-এর 8GB RAM + 128GB স্টোরেজ মডেলের দাম 17,999 টাকা থেকে শুরু। স্টোরেজ বেশি হলে সেক্ষেত্রে দামও আলাদা ৷ সংস্থার তরফে জানানো হয়েছে 12GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 20,999 টাকা। 2,000 টাকার ছাড় দেওয়া হয়েছে ৷ 15,999 টাকা এবং 18,999 টাকায় কিনতে পারবেন ক্রেতারা ৷ এটি ব্রাশড ব্লু এবং টেক্সচার্ড টাইটানিয়াম এই রঙে পাওয়া যাচ্ছে । 20 অক্টোবর থেকে Realme.com এবং Flipkart-এ বিক্রি শুরু হবে ৷
এদিন লঞ্চ করা Realme Techlife Studio H1-এর দাম 4,999 টাকা। এটিও ছাড়ের মূল্যে কেনা যাবে। এটি কালো, লাল এবং সাদা রঙে পাওয়া যাচ্ছে ৷ 21 অক্টোবর থেকে Realme.com, Flipkart, Amazon, Myntra এবং অন্যান্য ই-কমার্স ওয়েবসাইটে বিক্রি শুরু হবে ৷
মাত্র 2 হাজার টাকাতে বুকিং করা যাবে স্যামসাং-এর স্মার্ট রিং
Realme P1 Speed 5G এর স্পেসিফিকেশন
ডুয়াল-সিম (Nano) সুবিধা যুক্ত Realme P1 Speed 5G Android 14 ও realme UI 5.0 সিস্টেম রয়েছে ৷ 6.67-ইঞ্চি ফুল-HD+ (1,080x2,400 পিক্সেল) ডিসপ্লে রয়েছে। যার রিফ্রেশ রেট 120Hz, 92.65 শতাংশ স্ক্রিন-টু-বডি রেশিও এবং 2,000nits ব্রাইটনেস। ডিসপ্লেতে রয়েছে রেইন ওয়াটার স্মার্ট টাচ ফিচার। জল পড়লেও টাচ অপশন কাজ করবে ৷
এছাড়াও, স্মার্টফোনটিতে একটি অক্টা-কোর 4nm মিডিয়াটেক ডাইমেনশন 7300 এনার্জি প্রসেসর, 12GB LPDDR4X RAM এবং 256GB UFS 3.1 স্টোরেজ রয়েছে। ডাইনামিক র্যাম ফিচারের সাহায্যে মেমরি 26GB পর্যন্ত বাড়ানো যাবে। ফটো এবং ভিডিয়োর জন্য এটিতে 50-মেগাপিক্সেল AI ক্যামেরা ইউনিট রয়েছে। সেলফি এবং ভিডিয়ো চ্যাটের জন্য16-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
দিপাবলীর আগেই বাজারে আসছে নতুন বাইক N125
নতুন Realme P1 Speed 5G-তে রয়েছে 5G, 4G LTE, Wi-Fi, Bluetooth 5.4, GPS, Glonass, Beidou, Galileo, QZSS এবং USB Type-C পোর্ট। অনবোর্ড সেন্সরগুলির মধ্যে রয়েছে এক্সিলারেশন সেন্সর, জাইরোস্কোপ, ম্যাগনেটিক ইন্ডাকশন সেন্সর, ফ্লিকার সেন্সর এবং লাইট সেন্সর ৷ এটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ধুলো থেকে সুরক্ষার জন্য IP65 রেটিং রয়েছে। Realme P1 Speed 5G 45W চার্জিং সাপোর্ট সহ একটি 5,000mAh ব্যাটারি ব্যবহার করে।
Realme Techlife Studio H1-এর বৈশিষ্ট্য
Realme Techlife Studio H1 হেডফোনে 40mm ডায়নামিক এবং ব্লুটুথ 5.4 সংযোগ রয়েছে। এটিতে হাই-রেস সার্টিফিকেশন থাকায় LDAC, AAC এবং SBC অডিয়ো কোডেক সিস্টেম সাপোর্ট করে। নিরবচ্ছিন্ন অডিয়ো অভিজ্ঞতার জন্য হেডফোনগুলিতে 43dB হাইব্রিড নয়েজ বাতিলের সুবিধা আছে ৷ এই হেডফোনটিতে একটি 600mAh ব্যাটারি রয়েছে, যা একবার চার্জে 70 ঘণ্টা পর্যন্ত চলে ৷
ভিভোর পুজো উপহার! দাম কমল Y28s 5G স্মার্টফোনের