হায়দরাবাদ: আধার কার্ড একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি ৷ এটিকে যত্ন সহকারে অনেকে ব্যবহার করেন ৷ অনেকে সময়েই দেখা যায় আধার কার্ডের ল্যামিনেশন উঠে সমস্যা তৈরি হয়েছে ৷ কার্ডটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাও তৈরি হয় ৷ এই সমস্যা থেকে রেহাই পেতে অনেকেই পিভিসি আধার কার্ডের ব্যবহার করছেন ৷ মাত্র 50 টাকায় ঘরে বসেই পেতে পারেন এই আধার কার্ড ৷ ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) আধার কার্ড ব্যবহারকারীদের এই নতুন ধরণের কার্ড তৈরি করার সুবিধা দিচ্ছে ৷ নীচে উল্লেখ করা ধাপগুলি মেনে চলুন ৷
তথ্য সংশোধন থেকে নতুন ভোটার কার্ড, সব কিছুই সম্ভব অনলাইন আবেদনে
পিভিসি আধার কার্ড কি?
- আবেদন করলে, পিভিসি আধার কার্ড ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) জারি করা হয়।
- PVC আধার কার্ডের আকার হল 86 MM X 54 MM .
- এটি ল্যামিনেট আধার কার্ডের মতো নয়, এটিএম কার্ড এবং ক্রেডিট কার্ডের মতো দেখতে হয়।
- এটি সহজেই সব সময়ে কাছে রাখা যায় । বৃষ্টিতে ভিজে নষ্ট হওয়ার ভয় নেই।
- পলিভিনাইল ক্লোরাইড (পিভিসি) কার্ড সিন্থেটিক প্লাস্টিকের তৈরি।
- যেহেতু এটি UIDAI থেকে পাবেন, তাই এটির গ্রহনযোগ্যতা নিয়ে কোনও সন্দেহ নেই।
- প্রথাগত আধার কার্ড এবং পিভিসি আধার কার্ডের মধ্যে কোন পার্থক্য নেই।