হায়দরাবাদ:আগামী মাসের প্রথম সপ্তাহেই লঞ্চ করতে চলেছে নাথিং ফোন 3a সিরিজ ৷ 4 মার্চ ভারত- সহ বিশ্ব বাজারে লঞ্চ করবে এই সিরিজ । এই সিরিজে নথিং দু’টি মডেল লঞ্চ করতে চলেছে ৷ একটি Nothing Phone 3a এবং Nothing Phone 3a Pro ৷ সোশাল মিডিয়া সাইটে কোম্পানি ফোনটির ডিজাইন ও ফিচার প্রকাশ করেছে ৷
Nothing Phone 3a সিরিজের টিজার
নাথিং তার আপকমিং ফোন সিরিজের একটি মডেলের ডিজাইন এক্স হ্যান্ডেলে প্রকাশ করেছে ৷ এই পোস্টে ফোনের ব্যাক সাইডের ডিজাইন দেখা যাচ্ছে । ক্যামেরা মডিউলটি গোলাকার । তিনটি ক্যামেরা সেটআপ রয়েছে ৷ তিনটি ক্যামেরা গ্লাইফ এলইডি সহ আসবে, যা নাথিং-এর পুরোনো ফোনেও দেখা গেছে। এতে 3টি ক্যামেরা রয়েছে, যার একটিতে পেরিস্কোপ লেন্স রয়েছে । একটি ফ্ল্যাশ ইউনিটও রয়েছে ।
ফোনের পিছনে একটি LED টর্চলাইট রয়েছে। ফোনের ডান দিকে ভলিউম এবং পাওয়ার বোতাম রয়েছে। টিজার ভিডিয়োতে নাথিং-এর তরফে জানানো হয়েছে 3a সিরিজে গ্লাস ব্যাক প্যানেল থাকবে ৷ কোম্পানিটি তাদের অফিসিয়াল এক্স সাইটে ঘোষণা করেছে যে সিরিজটি 4 মার্চ বিকেল 3.30 মিনিটে লঞ্চ করবে ।
Nothing Phone 3a সিরিজের স্পেসিফিকেশন
Nothing Phone 3a সিরিজের টিজারে উল্লেখ করা হয়েছে এটি সিরিজের হাই-এন্ড মডেল ৷ প্রো মডেলে একটি পেরিস্কোপ ক্যামেরা থাকবে ৷ অফার করতে পারে । কোম্পানিটি আগেই জানিয়েছিল যে ফোনটির পিছনের দিকে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা থাকবে ৷ এই ক্যামেরাত অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশনের সুবিধা থাকবে । ফোনের দ্বিতীয় ক্যামেরাটি 8 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং তৃতীয় ক্যামেরাটি হতে 50 মেগাপিক্সেল ও সনি পেরিস্কোপ লেন্স থাকতে পারে । অতএব, সেলফি এবং ভিডিয়োর জন্য 50 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরাও থাকতে পারে।
সিরিজের দুটি মডেলেই Snapdragon 7s Gen 3 SoC চিপসেট থাকতে পারে। এই ফোনটি নাথিং-এর অপারেটিং সিস্টেম (OS) নাথিং ওএস 3A চলবে ৷ এটি গুগলের সর্বশেষ ওএস অ্যান্ড্রয়েড 15-এর উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে ৷