পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / technology

দেরি নয়, এখনই গাড়ি কেনার সেরা সময়; না-হলে বাজেটে টান - VEHICLE PRICES HIKE FROM JANUARY

নতুন বছরের শুরুতেই বাজেটে টান গাড়িপ্রেমীদের ৷ 1 জানুয়ারী, 2025 থেকে আরও দামি হচ্ছে SUV-সহ বিভিন্ন সেগমেন্টের গাড়ি ৷

Etv Bharat
দাম বাড়ছে গাড়ির (ছবি Audi, BMW, Hyundai, Mercedes))

By ETV Bharat Tech Team

Published : Dec 6, 2024, 1:58 PM IST

হায়দরাবাদ:শেষ হতে চলেছে 2024 ৷ নতুন বছর শুরুর আগে অনেকেই পরিকল্পনা করেছেন গাড়ি কেনা ৷ তবে সেই পরিকল্পনা এখনই বাস্তবায়িত করতে পারেন ৷ 2025-এর জানুয়ারি থেকে বিভিন্ন কোম্পানি বাড়াতে চলেছে গাড়ির দাম ৷ একধাক্কায় প্রায় 2.5 শতাংশ দাম বাড়তে চলেছে ৷ ইতিমধ্যেই একাধিক গাড়ি কোম্পানি দাম বৃদ্ধির কথা ঘোষণা করেছে ৷ গাড়ির উৎপাদন খরচ বেড়ে যাওয়ার কারণেই এই মূল্য বৃদ্ধির এই সিদ্ধান্ত নিয়েছে সংস্থাগুলি ৷

হুন্ডাই মোটর ইন্ডিয়া
বছর শুরুতেই গাড়ির দাম বাড়াতে চলেছে কোরিয়ান গাড়ি প্রস্তুতকারক সংস্থা Hyundai ৷ ভারতের বাজারে তাদের সমস্ত গাড়ির দাম 25,000 টাকা পর্যন্ত বৃদ্ধির কথা ঘোষণা করেছে । সংস্থাটি হ্যাচব্যাক, সেডান এবং এসইউভি মডেলের দাম বাড়াতে চলেছে ৷ জানা গিয়েছে, Hyundai Aura sedan, Grand i10 Nios এবং i20-এর মতো হ্যাচব্যাক মডেলের দাম বাড়বে ৷ এছাড়াও Hyundai Venue, Creta এবং Exter-এর মতো SUV মডেলের দামও বাড়বে জানুয়ারি মাস থেকে ৷ সংস্থার পোর্টফোলিওতে Ioniq 5 EV রয়েছে । তবে সেটির দাম বাড়বে কিনা এখনও জানা যায়নি ৷

নিশান ইন্ডিয়া
জাপানি গাড়ি নির্মাতা Nissan সম্প্রতি ভারতীয় বাজারে Nissan Magnite-এর ফেসলিফ্ট সংস্করণ লঞ্চ করেছে ৷ এই সংস্থাটিও তাদের গাড়ির দাম 2 শতাংশ বাড়াতে চলেছে । প্রসঙ্গত, ম্যাগনাইট একমাত্র 'মেড-ইন-ইন্ডিয়া' এসইউভি, যেটি দেশীয় বাজারে বিক্রি হয় এবং বিদেশেও রফতানি করা হয় ৷

অডি ইন্ডিয়া
লাক্সারি গাড়ি নির্মাতা অডি ইন্ডিয়াও 2025 এর 1 জানুয়ারী থেকে তাদের গাড়ি দাম বাড়াতে চলেছে ৷ SUV-র দাম 3 শতাংশ বাড়তে পারে বলে জানিয়েছে সংস্থাটি ৷ কোম্পানিটি অডি A4 এবং A6 সেডানের পাশাপাশি অডি Q3, Q3 স্পোর্টব্যাক, Q5 এবং Q7 SUV মডেলও ভারতে বিক্রি শুরু করছে ৷ এছাড়াও, কোম্পানিটি আমদানি করা গাড়ি যেমন A5 Sportback, Q8 SUV এবং এর বৈদ্যুতিক ডেরিভেটিভস এবং ই-ট্রন জিটি এবং আরএস ই-ট্রন জিটি বিক্রি করছে।

বিএমডব্লিউ ইন্ডিয়া
মূল্য তালিকায় নাম লিখিয়েছে বিএমডব্লিউ ইন্ডিয়াও ৷ নতুন বছর থেকে তাদের গাড়ির দাম 3 শতাংশ বৃদ্ধি করতে চলেছে । সংস্থাটি BMW 2 সিরিজ গ্রান কুপ, 3 সিরিজ গ্রান লিমুজিন এবং M340i, 5 সিরিজ LWB, 7 সিরিজ, X1, X3, X5 এবং X7 SUV ভারতে বিক্রি করে। ভারতের বাজারে সমস্ত মডেলের দাম বাড়িয়েছে ৷ এছাড়া বিএমডব্লিউ i4, i5 এবং i7 ইলেকট্রিক কার, iX1 এবং iX ইলেকট্রিক SUV, Z4, M2 Coupe, সম্প্রতি লঞ্চ হওয়া BMW M5 আমদানি করা হয় ভারতে । এই মডেলগুলিতেও মূল্য বৃদ্ধির ইঙ্গিত মিলেছে ৷

মার্সিডিজ বেঞ্জ ইন্ডিয়া
নুতন বছরে গাড়ির দাম বৃদ্ধির কথা মার্সিডিজ বেঞ্জ সবার আগে ঘোষণা করেছে ৷ কোম্পানিটি তাদের মডেলের দাম 3 শতাংশ পর্যন্ত বাড়াতে পারে । কোম্পানির তরফে জানানো হয়েছে GLC-এর দাম 2 লক্ষ টাকা বাড়ানো হবে, Mercedes-Maybach S680 V12-এর দাম বেড়ে 9 লক্ষ টাকারও বেশি বাড়ানো হবে ৷ তবে চলতি বছরের 31 ডিসেম্বর পর্যন্ত সংস্থটি যে সব গাড়ি উৎপাদন করবে সেগুলির দাম বাড়বে না ৷ এমনি উল্লেখিত দিনের মধ্যে গাড়ি বুক করলেও বর্ধিত দামে লাগু হবে না এই ক্ষেত্রে ৷

সদ্য লঞ্চ হওয়া 2025 Honda Amaze-এর ভেরিয়েন্ট ও দাম সম্পর্কিত বিস্তারিত তথ্য

ABOUT THE AUTHOR

...view details