হায়দরাবাদ: মাসখানেক আগেই ভারতের বাজারে নতুন গাড়ি লঞ্চের কথা ঘোষণা করেছিলদক্ষিণ কোরিয়ার গাড়ি কোম্পানি কিয়া । কিয়ার নতুন হাইব্রিডস মডেল এসইউভি Syros আগামী মাসের 1 তারিখ লঞ্চ করবে ৷ 3 জানুয়ারি থেকে বুকিং শুরু হয়েছে এই গাড়ির ৷ 25 হাজার টাকা দিয়ে বুকিং করা যাবে এটি ৷ ইতিমধ্যেই গাড়িটি কিয়া ডিলারশিপ স্টোরে পৌঁছনোর কাজ শুরু হয়ে গিয়েছে ৷
নতুন বছরে গাড়ি কিনতে চান, দেখে নিন কোন কোন মডেল বাজারে আসছে
কবে দাম কত:Kia Syros বাজারজাত হওয়ার পরেই নতুন গাড়ির দাম জানা যাবে । Kia Syros এর দাম 10 লাখ টাকা থেকে শুরু হতে পারে ৷ Kia Sonet-এর তুলনায় এই গাড়ির দাম কিছুটা হলেও বেশি হতে পারে ৷ ফেব্রুয়ারির মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই কোম্পানিটি এই গাড়িটি ডেলিভারি শুরু করতে পারে । Kia Syros 17 জানুয়ারি ইন্ডিয়া মোবিলিটি শো-এ উন্মোচিত হতে পারে ।
Kia Syros Power: Kia Syros-এ দু’টি ইঞ্জিন এবং 6 টি ট্রিমের সুবিধা থাকবে । গাড়িটিতে 1.0-লিটার টার্বোচার্জড পেট্রোল ইঞ্জিন থাকতে পারে ৷ যা গাড়িটিকে 120 এইচপি শক্তি জোগাবে এবং 172 Nm টর্ক জেনারেট করবে ৷ এই কিয়া গাড়িটিতে ডিজেল ইঞ্জিনও থাকবে ৷ গাড়িটি 1.5-লিটার ডিজেল ইঞ্জিন দ্বারা চালিত হবে, যা 116 hp শক্তি এবং 250 Nm টর্ক উৎপন্ন করবে।