হায়দরাবাদ:নতুন বছরে গ্রাহকদের জন্য আকর্ষণীয় অফার রিলায়েন্স জিও-র ৷ এই অফারে গ্রাহকরা 2 বছরের জন্য YouTube প্রিমিয়াম বিনামূল্যে অ্যাক্সেসের সুবিধা পাবেন । জনপ্রিয় এই ভিডিয়ো স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউবে ভিডিয়ো দেখার সময়, একাধিক বিজ্ঞাপন আসে ৷ অযাচিত বিজ্ঞাপণে অনেকেই বিরক্ত হন ৷ এবার সেই সমস্যা থেকে রেহাই মিলবে ৷ সহজেই বিজ্ঞাপণ ছাড়া ভিডিও উপভোগ করতে পারবেন জিও গ্রাহকরা । Jio কোন প্ল্যানে এই সুবিধা দিচ্ছে সে সম্পর্কে বিস্তারিত জানুন ।
কারা পাবেন এই সুবিধা ?
JioFiber এবং Jio AirFiber পোস্টপেইড প্ল্যান ব্যবহারকারীরা রিলায়েন্স জিও-র এই সুবিধা পাবেন ৷ 24 মাস বা 2 বছরের জন্য বিনামূল্যে YouTube প্রিমিয়াম মেম্বারশিপরে সুবিধা পাবেন । সাধারণত দেখা গিয়েছে, ইউটিউবে যেকোনও ভিডিয়ো দেখতে গেলে মাঝে মাঝে বিজ্ঞাপণ আসে ৷ কখনও কখনও ভিডিয়ো শুরুর আগে 15 থেকে 20 সেকেন্ডের বিজ্ঞাপন দেখা যায় ৷ যা এড়িয়ে যাওয়ার আপশন থাকে না । এটি ব্যবহারকারীদের মধ্যে সমস্যার সৃষ্টি করে । YouTube প্রিমিয়াম মেম্বারশিপ থাকলে বিজ্ঞাপণ থেকে রেহাই পাওয়া যাবে ৷