পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / technology

একান্ত ব্যক্তিগত! iOS 18 আপডেট করলেই অ্যাপলকের সুবিধা - iOS 18 Update for iPhone - IOS 18 UPDATE FOR IPHONE

Apple iOS 18 Roll Out: দীর্ঘ অপেক্ষার পর, অ্যাপল অবশেষে তার আইফোন ব্যবহারকারীদের জন্য iOS 18 আপডেট প্রকাশ করেছে ৷ নতুন আপডেটে রয়েছে নতুন ফিচার ৷ যোগ করেছে। প্রতিবেদনে উল্লেখ রইল কোন কোন মডেলের জন্য নতুন iOS 18 সফটওয়্যার মিলবে ৷

Apple iOS 18 roll out
আইফোন ব্যবহারকারীরা iOS 18 আপডেট পেতে শুরু করেছেন (ছবি অ্যাপল)

By ETV Bharat Tech Team

Published : Sep 18, 2024, 11:06 AM IST

হায়দরাবাদ:ভারত-সহ বিশ্ব জুড়েiOS 18 লঞ্চ করেছে অ্যাপল ৷ ব্যবহারকারীও ইতিমধ্যেই তাঁদের স্মার্টফোন নোটিফিকশেন পাচ্ছেন সেটি ব্যবহারের জন্য ৷এই সফটওয়্যার আপডেটের পর বেশ কিছু নতুন ফিচার ব্যবহারের সুযোগ থাকছে ৷ নতুন সফটওয়্যার আইওএস 18-এর একাধিক সুবিধা রয়েছে ৷ এতে হোম এবং লক স্ক্রিন কাস্টমাইজ করতে পারবেন ব্যবহারকারীরা ৷ আগামী মাসে অ্যাপল ইন্টেলিজেন্স - কোম্পানির কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করা যায় যে সমস্ত মডেল গুলিতে সেগুলিকেও বেশ কিছু নতুন ফিচার আসবে বলে উল্লেখ করা হয়েছে ৷

আইফোন 15 থেকে কতটা আলাদা নতুন iPhone 16 সিরিজ

iOS 18 আপডেট: কিভাবে ডাউনলোড করবেন

অ্যাপল ঘোষণা করেছে যে iOS 18 ভারত-সহ সারা বিশ্বে ডাউনলোড করা যাবে ৷ ডাউনলোডের পর সেটি ইনস্টস করলেই ব্যবহারকারীরা নতুন ফিচারের সুবিধা উপভোগ করতে পারবেন ৷

  • আইফোনে সেটিংস-এ যেতে হবে
  • সফ্টওয়্যার আপডেট বিকল্পটি নির্বাচন করতে হবে
  • ডাউনলোড নির্বাচন করলে নুতন সফটওয়্য়ারে ক্লিক করতে হবে, শর্তাবলী পড়ে নিয়ে সেটি ডাউনলোড করা ভালো
  • iOS 18 ডাউনলোড হলে সেটি ইনস্টল করলেই নতুন সুবিধাগুলি ব্যবহার করা যাবে

iOS 18 আপডেট: যোগ্য ডিভাইস

অ্যাপলের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন সফটওয়্য়ার ব্যবহারকারীদের অনেক বেশি নিরাপত্তা দেবে ৷ ব্যবহাকারী তাঁদের স্মার্টফোনটিকে আরও ভালো-ভাবে ব্যবহার করতে পারবেন ৷ নতুন আপডেট iPhone SE (2020) তেও পাওয়া যাবে ৷ iPhone 16 সিরিজ, যা 20 সেপ্টেম্বর বিক্রি শুরু হবে ৷ এছাড়া যে সমস্ত পুরনো ডিভাইসগুলিতে আইফোনের নতুন সফটওয়্যার ব্যবহারের সুযোগ থাকবে সেগুলি হল,

  • iPhone SE (2020)
  • iPhone SE (2022)
  • iPhone XR
  • iPhone XS
  • iPhone XS ম্যাক্স
  • iPhone 11 সিরিজ
  • iPhone 12 সিরিজ
  • iPhone 13 সিরিজ
  • iPhone 14 সিরিজ
  • iPhone 15 সিরিজ
  • iPhone 16 সিরিজ

জলের দরে iPhone 13, শুরু হচ্ছে গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল

নতুন সফটওয়্যারে রয়েছে অ্যাপলকের সুবিধা ৷ ইন্টাগ্রাম থেকে শুরু করে যেকোনও অ্যাপ সহজেই লক করা যাবে ৷ এছাড়াও ওয়ান টাচ অপারেটিং সিস্টেমের সাহায্য়ে সহজেই ব্যবহারকারীরা টাকা পাঠাতে পারবেন ৷ তবে এইক্ষেত্রে অবশ্য়ই যাকে টাকা পাঠাতে চান তাঁকেও iOS 18 আপডেট ভার্সন ব্য়বহার করতে হবে ৷ এসবিআই বা পেটিএম-এর মতো অ্যাপ ব্যবহার করতে গেলেও লাগবে ফেস আইডি ৷

iOS 18: এতে কি অ্যাপল ইন্টেলিজেন্স অন্তর্ভুক্ত আছে ?

iOS 18 এখন ডাউনলোড করা গেলেও, এখনই আপডেট Apple Intelligence সুবিধা নেই ৷ লেখার টুল, অবজেক্ট রিমুভাল টুল এবং ওয়েব পেজ সারমাইজেশনের মত বৈশিষ্ট্যগুলি শুধুমাত্র iO213S 18.1 আপডেটে আসবে ৷ তবে আগামী মাসে ৷ এদিকে, নতুন জেনারেটিভ এআই-চালিত ইমেজ প্লেগ্রাউন্ডের মতো বৈশিষ্ট্য আগামী বছরের শেষের দিক থেকে ব্যবহারকারীরা উপলব্ধ করতে পারবেন।

ভেবে দেখুন! কোনটা কিনবেন আইফোন 16 pro Max না Galaxy S24 Ultra

ABOUT THE AUTHOR

...view details