পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / technology

খসবে না গ্যাঁটের কড়ি, ফ্রি-তে ওটিটি পরিষেবা - FREE INTERNET TV SERVICE

বেসরকারি টেলিকম সার্ভিস প্রভাইডার সংস্থাগুলির সঙ্গে পাল্লা দিতে বিভিন্ন ধরনের প্ল্যান আনছে বিএসএনএল ৷ এবার গ্রাহক টানতে ফ্রিতে একাধিক চ্যানেল ৷

BSNL LAUNCHES FREE INTRANET TV
চালু হয়েছে নতুন ইন্টারনেট টিভি পরিষেবা (ছবি IANS)

By ETV Bharat Tech Team

Published : Dec 24, 2024, 11:44 AM IST

হায়দরাবাদ:গ্রাহক টানতে নতুন প্ল্যানবিএসএনএলের ৷ BiTV নামে নতুন ইন্টারনেট টিভি পরিষেবা চালু করেছে। গ্রাহকরা ইন্টারনেট টিভিতে বিনামূল্যে প্রায় 300টি টিভি চ্যানেল, সিনেমা, ওয়েব সিরিজ এবং ডকুমেন্টারি দেখতে পারবেন । তবে আপতত এই সুবিধা কেবলমাত্র পদুচেরির বাসিন্দারা উপভোগ করতে পারেবেন ৷ তবে শীঘ্রই দেশ জুড়ে শুরু হবে এই পরিষেবা ৷

নিয়ম না মানলে মুছে যাবে YouTube-এর ভিডিয়ো, টেরও পাবেন না

রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিকম সংস্থা BSNL তার গ্রাহকদের জন্য মোবাইলে ইন্টারনেট টিভি চালু করেছে । যেটির নাম দেওয়া হয়েছে BSNL's Intranet TV (BiTV)। এই প্ল্যানে কোম্পানি মোবাইলে 300টি টিভি চ্যানেলের অফার দিচ্ছে বিনামূল্য । রাষ্ট্রায়াত্ব টেলিকম সংস্থাটির তরফে উল্লেখ করা হয়েছে তাদের গ্রাহকরা বিনা খরচে উচ্চমানের বিনোদন উপভোগ করতে পারবেন নতুন প্ল্যানে ।

ফিরে দেখা 2024, এই বছরে বাজারে এসেছে যে 10টি SUV

BiTV-এর সুবিধা কী ?

BSNL-এর গ্রাহকরা এবার থেকে বিনামূল্য দেখতে পাবেন 300টিভি চ্যানেল ৷ BiTV-র গ্রাহকরা লাইভ টিভির পাশাপাশি বিভিন্ন ভাষায় সিনেমা, ওয়েব সিরিজ এবং ডকুমেন্টারি দেখতে পারবেন । এই পরিষেবার জন্য BSNL-এর ইন্টারনেট সার্ভিস ব্যবহার করতে হবে । ভিডিয়োর গুণমান যে আরও উন্নত হবে তা বলার অপেক্ষা রাখে না ৷ BSNL-এর এই পরিষেবার সঙ্গে OTTplay প্রিমিয়ামও যোগ হয়েছে ৷ 37টি প্রিমিয়াম OTT প্ল্যাটফর্ম এবং 500+ লাইভ টিভি চ্যানেলের সাবসক্রিপশন পাবেন বিসএনএল গ্রাহকরা ৷

কোথায় কোথায় পাওয়া যাবে এই সুবিধা:আপাততপুদুচেরিতে চালু হলেও এই পরিষেবাটি আগামিমাস থেকে উত্তর প্রদেশ, বিহার এবং ঝাড়খণ্ডে চালু হবে ৷ শীঘ্রই দেশের অন্যান্য রাজ্যেও এই প্ল্যান চালুর পরিকল্পনা করছে সংস্থাটি । বিএসএনএলের সিএমডি রবার্ট রবি বলেন, "BiTV-এর মাধ্যমে কোম্পানি প্রতিটি গ্রাহককে যাতে সবব জায়গা থেকে এই পরিষেবা ব্যবহার করতে পারেন সেই দিকে নজর দিচ্ছে ৷

IFTV পরিষেবা অক্টোবরে দেশব্যাপী চালু হয়েছিল ৷ এবার পুদুচেরিতে বিএসএনএল চালু করেছে BiTV পরিষেবা । যার মধ্যে BSNL-এর FTTH নেটওয়ার্কে 500 টিরও বেশি টিভি চ্যানেল পাওয়া যায় । BSNL-এর সমস্ত FTTH গ্রাহকরা বিনামূল্যে এই পরিষেবাটি ব্যবহার করতে পারবেন ।

নভেম্বরে 90% বাড়ল ভারতের স্মার্টফোন রফতানি; শীর্ষে কোন ব্র্যান্ডের ফোন ?

ABOUT THE AUTHOR

...view details