হায়দরাবাদ: সম্প্রতি সাইবার ক্রাইম অপরাধীরাও নতুন নতুন প্রতারণার জাল ফেলছে ৷ চাকরির নামে ফাঁদে ফলেছে নাগরিকদের ৷সোশ্যাল মিডিয়া এবং মেসেজিং প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে ফাঁদে ফলেছে শিকারকে ৷ এই সমস্ত শিকারের ফাঁদে পা দিলেই নিমেষের মধ্যে খালি হয়ে যেতে পারে অ্যাকাউন্ট ৷ সেই সঙ্গে এমনকি খোয়াতে হতে পারে সর্বস্ব ৷ এখানেই শেষ নয়, টানতে হতে পারে জেলের ঘানিও ৷
সাবধান! অকজো মোবাইলের পরিবর্তে জিনিস কিনছেন, চুরি যেতে পারে তথ্য
সম্প্রতি, সোশাল মিডিয়া ও বিভিন্ন মেসেজিং অ্যাপে ফাঁঁদের মাধ্যমে ফাঁদ পেতেই শিকার ধরছে এই সমস্ত সাইবার অপরাধীরা ৷ সমস্যা হল অনেকই বুঝতে পারেন না কীভাবে এই সমস্ত প্রতাকরদের পাতা ফাঁদ থেকে নিজেকে রক্ষা করবেন ৷ হোয়াটসঅ্যাপে আসা সাধরণ মেসেজ দেখে বুঝবেন কি করে সেটি নিতান্তই ফেক মেসেজ ৷ সার্বিকভাবে উঠে আসা সেই সম্পর্কিত কয়েকটি তথ্য উল্লেখ করা হল ৷
বিদেশি সংস্থায় বিনিয়োগ ও বিপুল রির্টান! হোয়াটসঅ্যাপে এই মেসেজ এলেই সাবধান
অফারটি যাচাই করা দরকার: হোয়াটসঅ্যাপে চাকরির অফার এলে সেটি প্রথমে ভালো করে যাচাই করে নিতে হবে ৷ প্রয়োজনে নিয়োগকারী সংস্থার শংসাপত্র খতিয়ে দেখুন ৷ অফিসিয়াল যোগাযোগ সম্পর্কিত উল্লেখ করা সমস্ত তথ্য ভালো করে খতিয়ে দেখতে হবে ৷ কোন একটি কোম্পানির ডোমেন বা লিঙ্কডইন প্রোফাইল থেকে ইমেল এলে সেটির অস্তিত্ব খতিয়ে দেখতে হবে । কারণ বৈধ কোম্পানিগুলি সাধারণত মেসেজিং অ্যাপের মাধ্যমে নিয়োগ করে না ৷
আর্থিক লেনদেনে সতর্কতা: নিয়োগকারীরা আবেদন, ভিসা ও প্রশিক্ষণের জন্য কোনও অগ্রিম ফি নিচ্ছেন কি না সেই ব্যাপারেও সতর্ক থাকা দরকার। বৈধ কোম্পানিগুলি আবেদনকারীদের কাছ থেকে কোনও অর্থ দাবি করে না। একটু ভালো করে দেখলেই সংশ্লিষ্ট সংস্থা ঠিক কি না সহজেই বোঝা যাবে ৷