পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / technology

বিদেশি সংস্থায় বিনিয়োগ ও বিপুল রির্টান! হোয়াটসঅ্যাপে এই মেসেজ এলেই সাবধান - WHATSAPP SCAM - WHATSAPP SCAM

Whatsapp Investment Scam:হোয়াটসঅ্য়াপে হঠাৎ মেসেজ-বিদেশি বিনিয়োগকারীর পরামর্শ নিয়ে বিনিয়োগ করুন ৷ কয়েকঘণ্টার মধ্যে ফেরত পান বিনিয়োগের থেকে অনেক বেশি টাকা ৷ এই ফাঁদে পা দিলেই হতে পারেন সর্বশ্রান্ত ৷ কয়েকটি সাধারণ বিষয় মেনে চললেই প্রতারকের নিশানা থেকে রেহাই পেতে পারেন আপনিও ৷

Whatsapp Investment Scam
প্রতীকী ছবি (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Aug 27, 2024, 8:32 PM IST

হায়দরবাদ: হোয়াটসঅ্য়াপে প্রতারণার ফাঁদ ৷ এক ব্যক্তির হোয়াটসঅ্য়াপে অজানা নম্বর থেকে একটি মেসেজ আসে । বিদেশি সংস্থায় টাকা বিনিয়োগের জন্য ৷ সংশ্লিষ্ট সংস্থায় বিনিয়োগ করলে বিপুল পরিমাণ টাকা ফেরত দেওয়ার কথা উল্লেখ করা হয়েছিল ৷ সেই ফাঁদে পা দিয়ে 90 লক্ষ টাকা খুইয়েছেন মুম্বইয়ের এক ব্যক্তি ৷ আপনার মোবাইলে যদি এই ধরনের মেসেজ আসে তবে সাবধান ৷ দেখা গিয়েছ, মসেজ করে বিনিয়োগ করতে বলা আদতে প্রতারণা চক্রের কাজ ৷ এই চক্রে একাধিক প্রতারকরা জড়িত ৷ মুম্বইয়ের এই ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ ৷

কীভাবে কাজ করে এই প্রতারণা চক্র: প্রথমে মোবাইলে একটি মেসেজ আসে বিনিয়োগকারী গ্রুপে যুক্ত হওয়ার জন্য ৷ সেখানে শিকারকে টোপ দেওয়া হয় এটি একটি বিদেশি বিনিয়োগকারী গ্রুপ বলে ৷ সেখানে বিদেশি বিনিয়োগ বিশেষজ্ঞরা আপনাকে পরামর্শ দেবেন কীভাবে অল্প সময়ে বিপুল বিনিয়োগ সম্ভব ৷ যা আদতে অসম্ভব ৷ তাই এই ধরনের মেসেজ এলে কী করণীয় বা এই মেসেজ কীভাবে বন্ধ করবেন তা নীচে উল্লেখ করা হল ৷

কীভাবে সুরক্ষিত থাকবেন WhatsApp investment scam থেকে

অযাচিত মেসেজ থেকে সাবধান: অচেনা নম্বর থেকে বিনিয়োগের মেসেজ এলে সেখানে উত্তর না দেওয়া ৷ কোনও বৈধ বিনিয়োগকারী সংস্থা মেসেজে বিনিয়োগের প্রস্তাব দেয় না ৷ অল্প সময়ে বেশি লাভের প্রতিশ্রুতি দেয় না ৷

নম্বরটি যাচাই করে নেওয়া: যে নম্বর থেকে বিনিয়োগের মেসেজ আসছে সেই নম্বরটি আগে ভালো করে যাচাই করে নেওয়া ৷ প্রয়োজনে সোশাল মিডিয়ার সাহায্য নেওয়া যেতে পারে ৷ বৈধ বিনিয়োগকারী সংস্থার নম্বর রেজিস্ট্রার করা থাকে ৷

বিনিয়োগ সম্পর্কিত তথ্য খতিয়ে দেখা: বিনিয়োগের আগে সাবধান ৷ এই সম্পর্কিত সমস্ত তথ্য খুঁটিয়ে পড়ে নেওয়া ৷ প্রয়োজনে বিনিয়োগ বিশেষজ্ঞদের কথা বলা ৷ সবকিছু দেখে শুনে ঠিক মনে হল তবেই বিনিয়োগ করা ৷

বিনিয়োগের জন্য বেশি জোর করলে সাবধান:এই ধরণের প্রতারকরা সাধারণত শিকারকে বিভিন্ন রকমভাবে বোঝাতে থাকে তাদের লগ্নিসংস্থায় বিনিয়োগ কতটা লাভজনক হতে পারে ৷ এই ঘটনা আপনার সঙ্গে হলে সাবধান ৷ কোনও বৈধ সংস্থা বিনিয়োগের জন্য জোর করে না ৷

লোভনীয় লভ্যাংশের টোপ: শিকারকে টোপ দেওয়ার জন্য অবৈধ বিনিয়োগ সংস্থা লোভনীয় লাভের টোপ দেয় না ৷ যেকোনও মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ ঝুঁকি সাপেক্ষ ৷

ব্যক্তিগত তথ্য় দেওয়া থেকে বিরত থাকুন: হোয়াটসঅ্যাপে কোনওরকম ব্যক্তিগত তথ্য় দেবেন না অচেনা নম্বরে ৷ বিশেষ করে অপরিচিত নম্বরে ৷

ABOUT THE AUTHOR

...view details