হায়দরবাদ: হোয়াটসঅ্য়াপে প্রতারণার ফাঁদ ৷ এক ব্যক্তির হোয়াটসঅ্য়াপে অজানা নম্বর থেকে একটি মেসেজ আসে । বিদেশি সংস্থায় টাকা বিনিয়োগের জন্য ৷ সংশ্লিষ্ট সংস্থায় বিনিয়োগ করলে বিপুল পরিমাণ টাকা ফেরত দেওয়ার কথা উল্লেখ করা হয়েছিল ৷ সেই ফাঁদে পা দিয়ে 90 লক্ষ টাকা খুইয়েছেন মুম্বইয়ের এক ব্যক্তি ৷ আপনার মোবাইলে যদি এই ধরনের মেসেজ আসে তবে সাবধান ৷ দেখা গিয়েছ, মসেজ করে বিনিয়োগ করতে বলা আদতে প্রতারণা চক্রের কাজ ৷ এই চক্রে একাধিক প্রতারকরা জড়িত ৷ মুম্বইয়ের এই ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ ৷
কীভাবে কাজ করে এই প্রতারণা চক্র: প্রথমে মোবাইলে একটি মেসেজ আসে বিনিয়োগকারী গ্রুপে যুক্ত হওয়ার জন্য ৷ সেখানে শিকারকে টোপ দেওয়া হয় এটি একটি বিদেশি বিনিয়োগকারী গ্রুপ বলে ৷ সেখানে বিদেশি বিনিয়োগ বিশেষজ্ঞরা আপনাকে পরামর্শ দেবেন কীভাবে অল্প সময়ে বিপুল বিনিয়োগ সম্ভব ৷ যা আদতে অসম্ভব ৷ তাই এই ধরনের মেসেজ এলে কী করণীয় বা এই মেসেজ কীভাবে বন্ধ করবেন তা নীচে উল্লেখ করা হল ৷
কীভাবে সুরক্ষিত থাকবেন WhatsApp investment scam থেকে
অযাচিত মেসেজ থেকে সাবধান: অচেনা নম্বর থেকে বিনিয়োগের মেসেজ এলে সেখানে উত্তর না দেওয়া ৷ কোনও বৈধ বিনিয়োগকারী সংস্থা মেসেজে বিনিয়োগের প্রস্তাব দেয় না ৷ অল্প সময়ে বেশি লাভের প্রতিশ্রুতি দেয় না ৷