হায়দরাবাদ: শেষ কবে জি-মেইল অ্যাকাউন্ট খুলেছিলেন মনে আছে ? যদি কয়েক বছরের মধ্যে সেটি একবারও না লগইন করেন তবে সমূহ বিপদের মধ্যে পড়তে পারেন ৷ এমনকী Google আপনার অ্যাকাউন্ট মুছে ফেলতে প্রস্তুতি নিচ্ছে ৷ গুগলের তরফে জানানো হয়েছে দু’বছরের পুরনো অ্যাকাউন্ট ইন অ্যাক্টিভ অ্যাকাউন্ট মুছে ফেলতে পারে গুগল ৷ এটাই Google এর নতুন পরিবর্তীত নীতি ৷
অনলাইনে জাল লটারির ফাঁদ, গুগল-মেটাকে নোটিশ কেরল পুলিশের
এমনকী জি-মেইল অ্যাকাউন্টে সংরক্ষণ করা সমস্ত ডেটা, ফটো, ভিডিয়ো অকেজো হয়ে যেতে পারে। গুগল 'নিষ্ক্রিয় অ্যাকাউন্টের নিয়মে এই সমস্ত তথ্য অকেজো হবে ৷ 20শে সেপ্টেম্বরের পরে দু’বছরের পুরনো ইনঅ্যাক্টিভ জি-মেইল অ্যাকাউন্ট মুছে ফেলা হবে। আপনার জি-মেইল অ্যাকাউন্ট যদি দু’বছরের পুরনো ও ইনঅ্যাক্টিভ হয় তবে এখনই সাবধান হন ৷
গুগল অ্যাকাউন্ট টিকিয়ে রাখতে কি করতে হবে ?
গুগলের নীতি অনুযায়ী নিষ্ক্রিয় অ্যাকাউন্টগুলিতে সাইবার আক্রমণের সম্ভাবনা সবথেকে বেশি ৷ সাইবার আক্রমণ কমাতে Google নিরাপত্তার বিষয়ে বিশেষ গুরুত্ব দিচ্ছে ৷ প্রতিদিনই নতুন আপডেট করছে ৷ এবার নিরাপত্তার স্বার্থে দু’বছরের পুরনো অ্যাকাউন্টগুলি মুছে ফেলার পরিকল্পনা করছে ৷ সুতরাং, আপনারও যদি দু’বছরের পুরনো ইনঅ্যাক্টিব জি-মেইল অ্যাকাউন্ট থাকে তবে সেটি কীভাবে রক্ষা করবেন নীচে উল্লেখ রইল ৷
প্রথমে গুগলের জি-মেইল অ্যাকাউন্টটি লগ ইন করুন ৷ এটি করলে Google জানতে পারবে যে আপনার অ্যাকাউন্ট ব্যবহার করা হচ্ছে।
- ইমেল পাঠাতে পারেন
- গুগল ড্রাইভ ব্যবহার করা যেতে পারে
- সংশ্লিষ্ট অ্যাকাউন্ট ব্যবহার করতে পারেন ইউটিউবে
- ছবি শেয়ারিং করতে পারেন
- গুগল প্লে স্টোর থেকে অ্যাপস ডাউনলোড করতে পারেন
- গুগল সার্চের ক্ষেত্রেও ব্যবহার করতে পারেন অ্যাকাউন্টটি
- প্রাসঙ্গিক Google অ্যাকাউন্ট দিয়ে যেকোনও ওয়েবসাইটগুলিতে সাইন ইন করা যেতে পারে
এরফলে Google-এর কাছে তথ্য যাবে আপনার অ্যাকাউন্ট সক্রিয় আছে। সুতরাং, উপরের যেকোনও একটি উপায় অবলম্বন করে আপনার অ্যাকাউন্টটিকে বাঁচাতে পারেন।
বাংলা-সহ 9টি ভাষায় লঞ্চ করল গুগলের এইআই অ্যাসিস্ট্যান্ট জেমিনি মোবাইল অ্যাপ
নিষ্ক্রিয় অ্যাকাউন্টগুলির জন্য Google এর নীতি:
আপনি যদি 2 বছর ধরে আপনার Google অ্যাকাউন্ট ব্যবহার না করে থাকেন, তাহলে Google এর 'নিষ্ক্রিয় অ্যাকাউন্টগুলির নীতি' অনুযায়ী এটি নিষ্ক্রিয় বলে বিবেচিত হবে ৷ সেখান থেকে সমস্ত তথ্য মুছে ফেলা হবে ৷ তার আগে গুগল কিছু পদক্ষেপ নেবে। আপনার Google অ্যাকাউন্টে পুনরুদ্ধার ইমেল (পুনরুদ্ধার ইমেল / সেকেন্ডারি ইমেল) পাঠানো হবে ৷ এর পরেও যদি আপনার অ্যাকাউন্ট নিষ্ক্রিয় থেকে যায়, Google-এর নিষ্ক্রিয় অ্যাকাউন্ট নীতি অনুযায়ী অ্যাকাউন্টটি মুছে ফেলবে গুগল ৷