পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / technology

কয়েক দশক আগে কেমন ছিল আপনার বসত এলাকা, দেখুন গুগলে - Google Maps Time Machine Feature - GOOGLE MAPS TIME MACHINE FEATURE

Time Machine Feature: গুগলের টাইম মেশিন ফিচরে পৌঁছে যান 80 বছর আগের পুরনো শহরে ৷ নতুন ফিচার টাইম মেশিনের মাধ্যমে যেকোনও জায়গা এমনকী দেশের বাইরের যেকোনও পুরনো শহরে ছবি দেখা যাবে এই ফিচারে ৷

Time Machine Feature
গুগল অ্যাপ (ইটিভি ভারত)

By ETV Bharat Tech Team

Published : Oct 2, 2024, 11:35 AM IST

হায়দরাবাদ:টাইম মেশিন ভাবলেই ভেসে ওঠে কোন সিনেমার কাল্পনিক দৃশ্য ৷ যে মেশিনে চড়ে চলে যাওয়া যায় অতীতে কিংবা ভবিষ্যতে ৷ এবার গুগল ম্যাপে যুক্ত হল এক বিশেষ নেভিগেশন টাইম মেশিন ফিচার ৷ সম্প্রতি গুগলের তরফে একটি ব্লগের পোস্টে দাবি করা হয়েছে ম্যাপে একাধিক আপডেট আনা হয়েছে। তার মধ্যে অন্যতম হল টাইম মেশিন ফিচার ৷ এই ফিচারের সাহায্যে যেকোনো জায়গার পুরনো ছবি দেখা যাবে। কোনও জায়গা অতীতে কেমন ছিল তা সহজেই জানতে পারবেন ৷ আবার বর্তমানে কি রকম দেখতে সেটাও দেখা যাচ্ছে ৷

বাংলা-সহ 9টি ভাষায় লঞ্চ করল গুগলের এইআই অ্যাসিস্ট্যান্ট জেমিনি মোবাইল অ্যাপ

পুরানো ছবি দেখা যাচ্ছে

গুগল ম্যাপের চালু করা এই টাইম মেশিন ফিচারের সাহায্যে আপনি যেকোনও জায়গার পুরনো ছবি দেখা যাবে। এই ছবি এতটাই প্রাণবন্ত মনে হতে পারে সেই সময়ে ফিরে গিয়েছেন ৷ বহু বছর আগের জায়গাটি আবার দেখতে পাচ্ছেন। এই বৈশিষ্ট্যটির সাহায্যে, ব্যবহারকারী সময়মতো ফিরে যেতে এবং তার চারপাশের জিনিসগুলিকে তাদের পুরানো আকারে দেখতে পাবেন। আপনার বর্তমান এলাকাটি 80 বছর আগে কেমন দেখতে ছিল, সেটাও দেখা যাবে গুগল ম্যাপে। বার্লিন, লন্ডন, প্যারিস, ওয়ারশ-এর মতো বিখ্যাত শহর 1930 সালে কেমন ছিল তা দেখা যাবে স্যাটেলাইট ইমেজে। মনে করা হচ্ছে, বিভিন্ন গবেষক ও ইতিহাসবিদ ও অন্য উদ্যোক্তাদের জন্য খুবই ফলপ্রসূ গুগলের এই নতুন ফিচার ৷

এবার গুগল মেসেজের চ্যাটেও পাঠানো যাবে GIF ফাইল, কীভাবে ?

এই বৈশিষ্ট্য কিভাবে কাজ করে ?

গুগল ম্যাপ বহু বছর ধরে সারা বিশ্ব থেকে স্যাটেলাইট ছবি তুলছে। এই ফিচারে উল্লিখিত ছবিগুলোকে একত্রিত করে এক ধরনের ভিডিযো তৈরি করা হয়। আপনি যখন একটি জায়গায় যান তখন আপনি সেই জায়গার পুরানো ছবি দেখতে পারেন। সময়ের সঙ্গে সঙ্গে স্থানটির কী পরিবর্তিত হয়েছে সেটাও এই ছবি থেকে সহজেই বোঝা যায় ৷ এখানে 80 বছরের পুরানো ছবিও সংগ্রহ করা হয়েছে ।

গুগল ম্যাপের দিন শেষ, ইন-হাউস নেভিগেশন চালু করল OLA

ABOUT THE AUTHOR

...view details