পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / technology

নতুন রূপে Google Play Store, আরও সহজ অ্যাপ ইনস্টল - GOOGLE PLAY STORE APP

গুগল প্লে স্টোর আপডেট হতে চলেছে। কিছুদিনের মধ্য়েই নতুন ভাবে আসবে ৷ নতুন আপডেটে ব্যবহারকারীদের তাদের স্মার্টফোনে অ্যাপ ইনস্টল করা সহজ হবে।

GOOGLE PLAY STORE
গুগল প্লে স্টোর (ছবি গুগল)

By ETV Bharat Tech Team

Published : Oct 17, 2024, 1:31 PM IST

হায়দরাবাদ: গুগল তার প্লে স্টোরের লেআউট আপডেটের কাজ শুরু করেছে ৷ শীঘ্রই এটির ডিজাইনে কিছু পরিবর্তন আসবে ৷ নতুন আপডেটে ব্যবহারকারীদের স্মার্টফোনে অ্যাপ ইনস্টল করা আরও সহজ হবে বলে মনে করছে গুগল। এক প্রতিবেদনে এতথ্য উঠে এসেছে। বর্তমানে, ব্যবহারকারীদের কোনও অ্যাপ ইনস্টল করার জন্য প্লে স্টোরে একটি অ্যাপের তালিকা উপরের দিকে স্ক্রোল করতে হবে।

হোয়াটসঅ্যাপে নতুন ফিচার, ভিডিয়ো কলে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন থেকে লো লাইট মোড

নতুন ডিজাইনে বেশ কিছু পরিবর্তন করা হয়েছে ৷ Google Play Store-এর সাম্প্রতিক সংস্করণ এই সমস্যা থেকে মুক্তি দেবে ব্যবহারকারীদের ৷ সংস্থাটি জানিয়েছে অ্যাপ আপডেট করার জন্য বিস্তারিত পড়ার সময়ে যাতে ব্যবহারকারীরা অ্যাপ ইনস্টল করতে পারেন তার জন্য ইনস্টল অপশনটি উপরের কোনের দিকে থাকতে পারে ৷ আইওএস-এর ধাঁচেই নুতন নকশা করা হচ্ছে গুগল প্লে-স্টোরের ৷

গুগল ফিক্সিং প্লে স্টোর হেডার এবং ইন্সটল বোতাম

অ্যান্ড্রয়েডগুলিকে প্লে স্টোর v43.1.19-এ ভার্সন দেওয়া হয়েছে ৷ সেখানেই উল্লেখ করা হয়েছে, Google-এ অ্যাপের বিবরণ পডার সময় হেডারটি যে বন্ধ হয়ে যেত, সেটা এবার থেকে হবে না ৷ গুগল প্লে স্টোর বর্তমানে এভাবেই কাজ করে। ফলে অ্যাপের বিবরণ দেখার সময় অ্যাপের নাম এবং ইনস্টল বোতামটি স্ক্রিনের উপরের দিকে থাকবে ৷

মাত্র হাজার টাকায় 4G কিপ্যাড স্মার্টফোন

নতুন নকশা বা রি-ডিজাইনের বিষয়টি পরীক্ষার পর্যায়ে আছে ৷ শীঘ্রই ব্যবহারকারীরা নতুন নকশার প্লেস্টোর ব্যবহার করতে পারবেন ৷ নতুন ডিজাইনে হেডারটি স্ক্রিনের উপরের বাঁদিকের কোণে থাকবে ৷ বর্তমানে যেখানে অ্যাপের নাম দেখা যায় ৷ ইনস্টল বোতামটি ডানদিকে দেখা যাবে ৷ অ্যাপ ডিটেলই সঙ্গে স্ক্রল ডাউন করলেও ইনস্টল বোতামটি উপরের ডান দিকে থাকবে ৷ নতুন নকশা অ্যাপ আপডেট করা আরও সহজ হবে বলেই মনে করেছে গুগল ৷

ইলেকট্রিক স্কুটারের পর, লঞ্চ হল হাইভোল্টেজ বাইক Raptee T30

ABOUT THE AUTHOR

...view details