পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / technology

পুজোর আগেই ফ্লিপকার্টে শুরু হচ্ছে 'বিগ বিলিয়ন ডে' সেল - Flipkart Big Billion Days - FLIPKART BIG BILLION DAYS

Flipkart Big Billion Days 2024: ই-কমার্স কোম্পানি Flipkart চলতি বছরে Big Billion Days সেলের তারিখ ঘোষণা করেছে ৷ এই সেল শুধুমাত্র Flipkart Plus গ্রাহকদের জন্য উপলব্ধ হবে। তবে সাধারণ গ্রাহকরাও এই সুবিধা পাবেন একদিন পর থেকে ৷

Flipkart Big Billion Days 2024
ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডে সেল (ইটিভি ভারত)

By ETV Bharat Tech Team

Published : Sep 6, 2024, 1:36 PM IST

হায়দরাবাদ:পুজোর আগেই 'সেল' শুরু ফ্লিপকার্টে ৷ চলতি মাসের শেষেই শুরু হতে চলেছে ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডে-র সেল ৷সম্প্রতিজনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডে-এর তারিখ ঘোষণা করেছে ৷ একাধিক ব্র্যান্ডের জিনিসপত্রের উপর রয়েছে লোভনীয় ছাড় ৷ বিভিন্ন কার্ডের ব্যাংকে রয়েছে আকর্ষনীয় ডিসকাউন্ট ৷ রয়েছে এক্সচেঞ্জের উপর অফার ৷ শুধু তাই নয়, বিগ বিলিয়ন ডে-সেল চলাকালীন গ্রাহকরা ইএমআই তে কোনও পণ্য কিনলে অতিরিক্ত টাকা দিতে হবে না ৷

টিভিতে 75 শতাংশ পর্যন্ত ছাড়:গ্রাহকরা ইলেকট্রনিক্স দ্রব্য টিভি থেকে শুরু করে অন্যান্য পণ্যের উপর 80 শতাংশ পর্যন্ত ছাড় পেতে পারেন। টিভি-তে সর্বোচ্চ 75 শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। এছড়াও অন্যান্য পণ্যের উপরও রয়েছে লোভনীয় ছাড় ৷ শুধু টিভি নয় এসি ও ফ্রিজ সবতেই রয়েছে আকর্ষনীয় ছাড় ৷

iPhone 15 এবং iPhone 14-এ ছাড়:স্মার্টফোনপ্রেমীদেরও নিরাশ করেনি অনলাইন শপিং সংস্থাটি ৷ Flipkart Big Billion Days সেল-এ iPhone 15 এবং iPhone 14-এর দামও কম হতে পারে। Samsung, Redmi, Xiaomi, Realme, OnePlus-এর মতো ব্র্যান্ডের মোবাইলেও দারুণ ছাড় পাওয়া যাবে। ফ্লিপকার্ট ইএমআই, ব্যাঙ্ক অফার, ক্যাশব্যাক, কুপন-সহ অন্যান্য বিকল্প ডিসকাউন্ট অফার থাকবে। এছাড়াও, ফ্লিপকার্টের ল্যাপটপ, ট্যাবলেট, ইয়ারবাড, হেডফোন, স্মার্টওয়াচের মতো অন্য়ান্য জিনিসও সস্তায় পাওয়া যাবে এই সেলে ।

Flipkart Plus সদস্যদের আগে সুযোগ:Flipkart Plus তাদের গ্রাহকদের 365 দিন বিভিন্ন অফার দেয় ৷ সাধারণ গ্রাহকদের থেকে অফারও বেশি থাকে ৷ Flipkart Plus প্রিমিয়াম গ্রাহকদের জন্য থাকে বিভিন্ন অফার ৷ Flipkart Plus গ্রাহকরা প্রতিটি কেনাকাটায় 2x সুপারকয়েন পাবেন। বিগবিলিয়ন ডে-র অফারও আগে পাবেন গ্রাহকরা ৷

ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেস সেলের তারিখ: 26শে সেপ্টেম্বর 2024 তারিখে ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডে সেল শুরু হবে ৷ ফ্লিপকার্ট প্লাস সদস্যরা এদিন থেকেই সেলে কেনার সুযোগ পাবেন ৷ প্রতিটি কেনাকাটায় 2x সুপার কয়েনও পাবেন। সাধারণ গ্রাহকরা একদিন পর অর্থাৎ 27 সেপ্টেম্বর থেকে এই সুযোগ পাবেন ৷

ABOUT THE AUTHOR

...view details