হায়দরাবাদ, 23 মে: চলতি বছরেই আসতে অ্যাপলের নতুন ফিচার ৷ আই ট্র্যাকিং বা চোখের ইশারতেই এবার কাজ করবে মুঠোফোন ৷ বিশেষত যেসমস্ত ব্যক্তি বিশেষ ভাবে সক্ষম তাঁদের কথা ভেবেই এই উদ্যোগ ৷ এই সুবিধা যুক্ত হলে চোখের ইশারাতেই চালানো যাবে আইফোন ৷ এই বছরের নতুন এই সুবিধা উপভোগ করতে পারবেন ব্যবহারকারীরা ৷ যে সমস্ত ব্যক্তি বধির ও মুখ এই সুবিধা চালু হলে তাঁরা সহজেই ফোন অপারেট করতে পারবেন ৷
সমস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, অ্যাপলের সিইও টিম কুক বলেন, "আমরা প্রযুক্তির সীমানাকে ক্রমাগত বিস্তৃত করছি, এই নতুন বৈশিষ্ট্যগুলি আমাদের সমস্ত ব্যবহারকারীদের জন্য সর্বোত্তম অভিজ্ঞতা প্রদান করবে ৷ এটাই আমাদের প্রতিশ্রুতি ৷"
মিউজিক হ্যাপটিক্স সিস্টেম চালু হওয়ায় বধির বা শ্রবণশক্তিহীন ব্যবহারকারীদের জন্য বিশেষ সুবিধা দেবে ৷ এরফলে সহজেই ব্যবহারকারীদের একটি কাস্টম শব্দ তৈরি করে কাজ করতে পারবেন ৷ আইফোন বা আইপ্যাড ব্যবহার করার সময় গাড়ির গতির সংকেত মোশন সিকনেস কমাতে সাহায্য করবে নতুন এই পদ্ধতি ৷ অ্যাক্সেসিবিলিটির বৈশিষ্ট্য ভিশনও যোগ হবে আইফোন ও আইপ্যাডে ৷
আইপ্যাড এবং আইফোনে আই ট্র্যাকিং:
অ্যাপলের মতে, আই ট্র্যাকিংয়ের সুবিধা থাকায় চোখ দিয়ে আইপ্যাড এবং আইফোন নেভিগেট করা যাবে ৷ বিশেষভাবে সক্ষমদের ক্ষেত্রে কথা ভেবেই তৈরি করা হয়েছে এই নতুন গ্যাজেট দু’টি ৷ আই ট্র্যাকিং সেট আপ ক্যালিব্রেট করার জন্য সামনের দিকের ক্যামেরা ব্যবহার করে ৷ এই ডিভাইসে মেশিন লার্নিং সেট আপের ব্যবস্থা আছে ৷ ডেটা ডিভাইসে সুরক্ষিতভাবে রাখা হয়ে তা নিয়ে অবশ্য কিছু জানানো হয়নি অ্যপলের পক্ষ থেকে ৷ আই ট্র্যাকিং iPadOS এবং iOS দু’টি ক্ষেত্রেই কাজ করবে ৷ আই ট্র্যাকিংয়ের মাধ্যমে, ব্যবহারকারীরা যেকোনও অ্যাপকে সহজেই কাজ করাতে পারবেন ৷ শুধুমাত্র তাদের চোখ ইশারেই সোয়াইপ থেকে শুরু করে যেকোনও কাজ করতে পারবেন আইপ্যাড ও আইফোনে ৷
মিউজিক হ্যাপটিক্স:
মিউজিক হ্যাপটিক্স হল একটি নতুন উপায় যারা বধির বা শ্রবণশক্তিহীন তাঁদের জন্য এটি ব্যবহার করা হয় ৷ iPhone-এ এই পদ্ধতি চালু হওয়া বধিররাও সহজেই সঙ্গীত উপভোগ করতে পারবেন ৷ এই অ্যাক্সেসিবিলিটি বৈশিষ্ট্যটি চালু করার ফলে আইফোনের ট্যাপটিক ইঞ্জিনটি মিউজিক অডিয়োর মাধ্যমে সমস্ত কাজ করবে। মিউজিক হ্যাপটিক্স অ্যাপল মিউজিক ক্যাটালগের একাধিক গানের সঙ্গে কাজ করে ৷ অ্যাপে মিউজিককে আরও অ্যাক্সেসযোগ্য করে তোলার জন্য এই উদ্যোগ ৷
অন্যান্য অ্যাক্সেসিবিলিটি বৈশিষ্ট্য:
ভোকাল শর্টকাট বৈশিষ্ট্যটি যুক্ত হলে ব্যবহারকারীরা একটি কাস্টম সাউন্ড তৈরি করবে ৷ ফলে কন্ঠস্বরের মাধ্যমে চালু ফোনটি ব্যবহার করা যাবে ৷ মোশন কিউ- এর সুবিধা থাকায় গাড়িতে আইফোন বা আইপ্যাড ব্যবহার করার সময় গতির স্বচ্ছতা আনতে পারবে । অ্যাটিপিকাল স্পিচের সুবিধা থাকায় ব্যবহারকারীর বক্তৃতার প্যাটার্ন সনাক্ত করতে ডিভাইসে মেশিন লার্নিং ব্যবহার করতে পারেবন । এই বৈশিষ্ট্যগুলি একটি নতুন সুবিধা দেবে ব্যবহারকারীদের ৷
VisionOS-এ অতিরিক্ত বৈশিষ্ট্য:
এছাড়াও, সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে অ্যাক্সেসিবিলিটি বৈশিষ্ট্যগুলি ভিশনওএস-এও আসবে। visionOS-এ যে অ্যাক্সেসিবিলিটি বৈশিষ্ট্যগুলি আসবে তাতে প্রত্যেককে সাহায্য করার জন্য সিস্টেমওয়াইড লাইভ ক্যাপশন অন্তর্ভুক্ত থাকবে ৷ বধির বা শ্রবণশক্তিহীন ব্যবহারকারীদের লাইভ কথোপকথনে এবং অ্যাপ থেকে অডিয়োগুলি অনুসরণ করতে পারবে ।
visionOS-এ FaceTime-এর জন্য লাইভ ক্যাপশনের মাধ্যমে, আরও ব্যবহারকারীরা সহজেই ব্যবহার করতে পারবেন ৷ আইফোন হিয়ারিং ডিভাইস এবং কক্লিয়ার হিয়ারিং প্রসেসরেও এই বৈশিষ্ঠ্য যাতে ব্যবহার করা যায় সেই দিকেও নজর দেওয়া হবে বলে জানানো হয়েছে সংস্থার পক্ষ থেকে ৷
আরও পড়ুন:
- জাতীয় নিরাপত্তায় উদ্বেগ, অ্যাপ স্টোর থেকে হোয়াটসঅ্যাপ-থ্রেড সরাল অ্যাপল
- বাজেট 20 হাজার? রইল দারুণ ফিচারের তিনটি স্মার্টফোনের খোঁজ
- যে কোনও সময় হ্যাক হতে পারে সাধের আইফোন! সাবধান হোন সাইবার বিশেষজ্ঞের পরামর্শে