পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / technology

বৈদ্যুতিক স্কুটারে 10 হাজার টাকা পর্যন্ত ছাড় ঘোষণা কেন্দ্রের, জানুন বিস্তারিত - Electric Scooters in India - ELECTRIC SCOOTERS IN INDIA

Discount on Electric Scooters: আপনি যদি একটি নতুন ইলেকট্রিক টু-হুইলার কিনতে চান, তাহলে সেপ্টেম্বর মাসটি আপনার জন্য উপযুক্ত হবে। কেন্দ্রীয় সরকার এই বছরের মার্চ মাসে বৈদ্যুতিক দু-চাকার গাড়ি কেনার উপর 10,000 টাকা ছাড় দেওয়ার স্কিম শুরু করেছিল ৷ এই স্কিম সম্পর্কে বিস্তারিত জানুন প্রতিবেদনে ...

Discount on Electric Scooters
Bajaj Chetak Electric ও Hero Vida V1 (বাজাজ অটো ও হিরো)

By ETV Bharat Tech Team

Published : Aug 31, 2024, 1:06 PM IST

হায়দরাবাদ:পরিবেশ সুরক্ষা ও অদূর ভবিষ্যতে জ্বালানি সঞ্চয়ে বদ্ধ পরিকর কেন্দ্রীয় সরকার ৷ মানবসভ্যতাকে জ্বালানি শুন্য়তা থেকে বাঁচাতে বৈদ্যুতিক যানবাহন ব্যবহারে নাগরিকদের উৎসাহ যোগাচ্ছে সরকার ৷ দীর্ঘদিন ধরে দেশে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার প্রচার করছে। যার মধ্যে সবচেয়ে পরিচিত FAME-II স্কিম। কিন্তু ভারী শিল্প মন্ত্রক, এই বছরের মার্চের শেষে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বাড়াতে আরেকটি প্রকল্প চালু করেছিল, যার নাম ইলেকট্রিক মোবিলিটি প্রমোশন স্কিম (EMPS)। এই স্কিমে বৈদ্যুতিক যানবাহন কিনলে 10 হাজার টাকা পর্যন্ত ছাড় মিলবে ৷

এই স্কিমের অধীনে, নির্বাচিত বৈদ্যুতিক দুই চাকার গাড়ির এক্স-শোরুম মূল্যের উপর 10,000 টাকা ভর্তুকি দেওয়া হচ্ছে। কেন্দ্রীয় সরকার এই ভর্তুকি দিচ্ছে । এটি চলতি বছরের 30 সেপ্টম্বর পর্যন্ত বৈধ ৷ বলা যায়, এই প্রকল্পের মেয়াদ আগামী মাসে শেষ হতে চলেছে । এই প্রকল্পের বৈধতা আর বাড়ানো হবে কি না, সেই সম্পর্কে কোনও তথ্য প্রকাশ করেনি কেন্দ্রীয় সরকার। সুতরাং, যদি একটি ইলেকট্রিক টু-হুইলার কেনার পরিকল্পনা থাকলে এটাই সঠিক সময় সেটি ঘরে আনার ৷ তার উপর উৎসবের মরশুম ও কেন্দ্রীয় সরকারের এই বিশেষ প্রকল্প ফলে বৈদ্যুতিক স্কুটারগুলিতে অতিরিক্ত ছাড় পেতে পারেন ক্রেতারা ৷

বেশ কিছু প্রিমিয়াম ইলেকট্রিক টু-হুইলার বর্তমানে কেন্দ্রীয় সরকারের ইলেকট্রিক মোবিলিটি প্রমোশন স্কিমের আওতায় রয়েছে ৷ তার মধ্যে রয়েছে Ather 450X, Ather Rizta, Ola S1 Pro, TVS iQube, Bajaj Chetak এবং Vida V1 অন্তর্ভুক্ত ৷ প্রসঙ্গত, EMPS-এর একটি অংশ হিসাবে, কেন্দ্রীয় সরকার বৈদ্যুতিক দু-চাকার গাড়িগুলির জন্য 778 কোটি টাকার বাজেট বরাদ্দ করেছিল। এরমধ্যে রয়েছে 5,00,080টি ইভি, যা ভর্তুকি পেতে পারে । ফলে বৈদ্যুতিক গাড়ির ক্ষেত্রে কিছুটা হলেও ছাড় পাচ্ছেন ক্রেতারা ৷ এই EMPS প্রকল্প ছাড়া আগামিদিনে আর কোনও প্রকল্প চালু করবে কি না তা জানা যায়নি ৷

ABOUT THE AUTHOR

...view details