হায়দরাবাদ:ইতালীয় সংস্থা Ducati ভারতের বাজারে লঞ্চ করেছে নতুন বাইক ডেজার্টএক্স ডিসকভারি ৷ এটি অ্যাডভেঞ্চার বাইক স্ট্যান্ডার্ড এবং র্যালি ডেজার্টএক্স লাইনআপের অর্ন্তভুক্ত । এই নতুন বাইকটিতে অতিরিক্ত ফিচার যোগ করা হলেও, এটির রঙ পরিবর্তন করা হয়নি । নতুন ফিচারের কারণে এই বাইকের দাম বেড়েছে । বাইকটি কেনার পাশাপাশি সেটির ডিলারশিপও নিতে নেওয়া যাবে৷
Ducati DesertX Discovery-র দাম
Ducati DesertX Discovery বাইকটির দাম শুরু হচ্ছে 21,78,200 টাকা (এক্স-শোরুম) থেকে ৷ যা স্ট্যান্ডার্ড Ducati DesertX ভ্যারিয়েন্টের থেকে 3.45 লক্ষ টাকা বেশি । এই বাইকটি অন্যান্য অ্যাডভেঞ্চার বাইক ট্রায়াম্ফ টাইগার 900 র্যালি প্রো এবং বিএমডব্লিউ এফ 900 জিএস-এর সঙ্গে অনায়াসেই পাল্লা দিতে পারে ৷
Ducati DesertX Discovery নতুন ফিচার
ডুকাটি ডেজার্ট এক্স ডিসকভারি দু’টি বিকল্প ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে ৷ একটি থ্রিলিং ব্ল্যাক এবং অন্যটি ডুকাটি রেড। বাইকটির সামনের দিকে আগের তুলনায় লম্বা উইন্ডস্ক্রিন রয়েছে ৷ যা যাত্রাকে আরও আরামদায়ক করে তুলবে । বাইকে একটি সেন্টার স্ট্যান্ড রয়েছে ৷ যার ফলে এটির পার্কিং করা আরও সহজ । ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার সাবস্ক্রিপশন নিলে টার্ন-বাই-টার্ন নেভিগেশন সাপোর্ট করবে ।