হায়দরাবাদ:বেসরকারি টেলিকমসংস্থাগুলির সঙ্গে পাল্লা দিতে আবার নতুন পরিষেবা চালুরাষ্ট্রায়ত্ত সংস্থা বিএসএনএল ৷ টেলিকম সেক্টরে পিছিয়ে পড়া সরকারি টেলিকম সংস্থা বিএসএনএল টিকে থাকতে আপগ্রেড করছে প্রতিনিয়ত ৷ ইতিমধ্যেই সংস্থাটি 4G এবং 5G নেটওয়ার্ক তৈরির কাজ শুরু করেছে ৷ আগামী বছরের শুরুতে এই সমস্ত পরিষেবা চালুর প্রস্তুতি শুরু করেছে ৷ প্রাথমিকভাবে BSNL দেশের নির্বাচিত এলাকায় প্রথম ফাইবার-ভিত্তিক ইন্টারনেট টিভি পরিষেবা IFTV চালু করার কথা ঘোষণা করেছে ৷
আসছে ভারতের সবচেয়ে বড় IPO ! এবার শেয়ারেও Reliance Jio-র ধামাকা
প্রসঙ্গত, অক্টোবর মাসের শুরুতেই BSNL-এর লোগো পরিবর্তন করে ৷ সেইসঙ্গে ছয়টি নতুন পরিষেবা চালু করেছিল ৷ এবার গ্রাহক টানতে এবং অন্যান্য বেসরকারি সংস্থার সঙ্গে পাল্লা দিতে BSNL ফাইবার-টু-দ্য-হোম (FTTH) পরিষেবা চালু করতে চলেছে ৷ নতুন এই পরিষেবার মাধ্যমে ব্যবহারকারীদের লাইভ টিভি এবং পে টিভি পরিষেবা উপভোগ করতে পারবেন ৷ ইতিমধ্যেই BSNL ন্যাশনাল ওয়াই-ফাই রোমিং পরিষেবাও চালু করেছে ৷ যা কোম্পানির গ্রাহকদের সারা দেশে BSNL-এর হটস্পটে উচ্চ-গতির ইন্টারনেট অ্যাক্সেস করতে সাহায্য় করছে ৷ যার ফলে তাদের ডেটা খরচও অনেকটাই কমে যাচ্ছে ।
BSNL IFTV পরিষেবা
নতুন পরিষেবা সম্পর্কেই এক্স হ্যাণ্ডেলে একটি পোস্টে BSNL জানিয়েছে, যে তার নতুন IFTV পরিষেবা মধ্যপ্রদেশ এবং তামিলনাড়ুর গ্রাহকরা উপভোগ করতে পারবেন ৷ 500 টিরও বেশি লাইভ টিভি চ্যানেল স্ট্রিমিংয়ের সুযোগ থাকছে ৷ এছাড়াও, এটি পে টিভি পরিষেবা চালু করতে চলেছে ৷ রিলায়েন্স জিও এবং ভারতী এয়ারটেলের মতো বেসরকারি সংস্থাগুলি ইতিমধ্যেই লাইভ টিভি পরিষেবা চালু করেছে ৷ তবে এই পরিষেবা স্ট্রিমিংয়ের সময় গ্রাহকদের ডেটা মাসিক কোটা থেকে কেটে নেওয়া হয় ৷ তবে BSNL IFTV-এর ক্ষেত্রে সেটি হবে না।