পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / technology

নতুন বছরের শুরুতেই দাম বাড়ছে বাইক ও স্কুটারের

বাইক প্রেমীদের জন্য দুঃসংবাদ, নুতন বছরে বাইক কেনার চিন্তা থাকলে তবে এখনই তা ডিসেম্বরে কিনতে পারেন ৷ জানুয়ারি থেকে দাম বাড়ছে বাইক ও স্কুটারের ৷

bmw motorrad india
BMW G 310 R (ছবি BMW Motorrad India)

By ETV Bharat Tech Team

Published : Dec 3, 2024, 10:27 AM IST

হায়দরাবাদ:বিলাসবহুল বাইক নির্মাতা সংস্থা BMW Motorrad India তাদের সমস্ত মডেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে ৷ এক ধাক্কায় 2.5 শতাংশ বাড়াতে পারে এই সংস্থার সমস্ত বাইক ও স্কুটারের । বর্ধিত নতুন দাম আগামী বছরের 1 জানুয়ারি থেকে কার্যকর হবে । কোম্পানিটির তরফে জানানো হয়েছে, মুদ্রাস্ফীতির কারণে সমস্ত খরচ বেড়ে যাওয়ায় সংস্থাটি তাদের তৈরি বাইকের দাম বাড়াচ্ছে ।

BMW Motorrad 2017 সালের এপ্রিল মাস থেকে BMW Group India-এর সঙ্গে যুক্ত শুরু করেছে । তারপরই সংস্থাটি 'BMW G 310 RR', 'BMW G 310 R', 'BMW S 1000 RR', 'BMW G 310 GS', 'BMW M 1000 RR', 'BMW CE 02', এর মতো দামি বাইক লঞ্চ করে ভারতীয় বাজারে ৷ কয়েকদিন আগে BMW CE 04 ইলেকট্রিক স্কুটার লঞ্চ করেছে ভারতীয় বাজারে।

BMW ইন্ডিয়ার তৈরি '310' মডেলটির চাহিদা ব্যপক ভারতীয় বাজারে ৷ সেগুলো হল 'BMW G 310 R', 'BMW G 310 GS', 'BMW G 310 RR'। এই ধরনের বাইকগুলি সাধারণত অ্যাডভেঞ্চার মোটরসাইকেল, রোডস্টার, ট্যুরিং বাইক। এগুলি ছাড়াও, কোম্পানিটি 'CE 02' এবং 'CE 04' নামে আরও দু’টি মডেলের বৈদ্যুতিক টু-হুইলার বিক্রি শুরু করছে ।

বর্তমানে, ভারতে সমস্ত BMW টু-হুইলার স্ট্যান্ডার্ড তিন বছরের ওয়ারেন্টি থাকে । দেশে কোম্পানির শেষ টু-হুইলার 'CE 02' ইলেকট্রিক স্কুটার বেশ জনপ্রিয় হয়েছে । এর দাম 4.50 লক্ষ (এক্স-শোরুম)। কোম্পানির সবচেয়ে সস্তা টু-হুইলার হল 'BMW G 310 R'। এর বাজার মূল্য 2.90 লক্ষ টাকা । কোম্পানির সবচেয়ে দামি মোটরসাইকেল হল 'M1000 RR'। যেটির দাম 49 লাখ (এক্স শোরুম) টাকা । আগামী 1 জানুয়ারি থেকে সমস্ত মডেলের দাম উল্লেখযোগ্য বাড়তে চলেছে । সংশোধিত দাম BMW ইন্ডিয়ার তৈরি সমস্ত মডেলের এক্স-শোরুম দাম ৷ এরউপর কর ও অন্যান্য খরচ বাবদ আরও টাকা দিতে হবে ৷ তাই এই মাসেই শেষ কম দামে কিনতে পারবেন BMW বাইক ও স্কুটার ৷

বড়দিনের উপহার! 20 হাজার টাকা দাম কমল বাইকের

ABOUT THE AUTHOR

...view details