পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / technology

সস্তায় স্মার্টফোন কেনার সেরা সুযোগ! শুরু হয়েছে 'ব্ল্যাক ফ্রাইডে সেল' - BLACK FRIDAY SALE 2024

ব্ল্যাক ফ্রাইডে সেলে গ্রাহকদের শীর্ষ ব্র্যান্ডের স্মার্টফোনে আশ্চর্যজনক অফার দিচ্ছে একাধিক অনলাইন সাইট ৷ বিস্তারিত প্রতিবেদনে ৷

Black Friday Sale 2024
অ্যামাজন ব্ল্যাক ফ্রাইডে সেল (ছবি ওয়ানপ্লাস, অ্যাপল, রিয়েলমি এবং নার্থিং ফোন)

By ETV Bharat Tech Team

Published : Nov 29, 2024, 3:34 PM IST

হায়দরাবাদ:একাধিক অনলাইন সাইটে শুরু হয়েছে ব্ল্যাক ফ্রাইডে সেল । অ্যামাজন ও ফ্লিপকার্টের মতো অনলাইন সাইটগুলি থেকে সেলে দুর্দান্ত সাশ্রয়ী মূল্যে পাওয়া যাচ্ছে স্মার্টফোন ৷ OnePlus, Apple, Realme-সহ একাধিক শীর্ষ ব্র্যান্ডের স্মার্টফোনগুলি আকর্ষণীয় দামে কিনতে পারবেন গ্রাহকরা ৷ iPhone 13, OnePlus Nord CE 3 এবং realme GT 6T 5G-এর মতো অনেক শীর্ষ স্মার্টফোনে থাকছে ব্যাপক ডিসকাউন্ট ৷

OnePlus Nord CE 3 5G (Aqua Surge): OnePlus Nord CE 3 স্মার্টফোনে রয়েছে দুর্দান্ত ফিচার ৷ 5G নেটওয়ার্কের সুবিধা রয়েছে ৷ এতে 8GB RAM ও 128GB স্টোরেজ রয়েছে । দেখতেও স্লিম । এই স্মার্টফোনটি 80W SuperVOOC চার্জিং সাপোর্ট করে । ফলে কম সময়ে মোবাইল সম্পূর্ণ চার্জ হয়ে যায়। অ্যামাজন ব্ল্যাক ফ্রাইডে সেলে এর দাম ₹16 হাজার 999।

Apple iPhone 13 (128GB): সেলে যদি Apple iPhone 13 কিনতে চান তবে সেটাও পাওয়া যাচ্ছে জলের দরে ৷ 128GB স্টোরেজ ভেরিয়েন্টটি বেশি বিক্রিত ৷ Apple iPhone 13 নীল রঙ ব্যবহারকারীদের বেশ পছন্দের ৷ এটি iOS 14 অপারেটিং সিস্টেম রয়েছে ৷ এই মডলে 6.1-ইঞ্চি সুপার রেটিনা এক্সডিআর ডিসপ্লে ও উন্নত ডুয়াল ক্যামেরার মতো একাধিক আকর্ষণীয় ফিচার রয়েছে ৷ দাম শুরু হচ্ছে ₹45 হাজার 490টাকা থেকে ।

ভারতে বেড়েছে আইফোনের উৎপাদন, কর্ম সংস্থান হয়েছে 1.75 লাখ

Realme GT 6T 5G (ফ্লুইড সিলভার, 8GB RAM): যাঁরা গেমিংয়ের জন্য একটি স্মার্টফোন খুঁজছেন, তাঁদের জন্য সেরা Realme GT 6T 5G স্মার্টফোনটি ৷ এই মডেলে প্রথম 7+ Gen 3 প্রসেসরের ব্যবহার করা হয়েছে ৷ এতে রয়েছে 5500mAh ব্যাটারি এবং 120W চার্জিং সাপোর্ট। এই স্মার্টফোনটিতে রয়েছে সবচেয়ে বড় ফ্ল্যাগশিপ ডিসপ্লে। এর দাম ₹32 হাজার 998 । এছাড়াও বিভিন্ন ব্যাংকের অফার রয়েছে ৷

Motorola G64 5G (Ice Lilac, 12GB RAM): 5G স্মার্টফোনটি 128GB স্টোরেজ পাওয়া যাচ্ছে । Motorola G64 5G স্মার্টফোনে আছে 6000mAh ব্যাটারি। এটি টেকসই এবং দীর্ঘ প্লেব্যাকের সুবিধা আছে ৷ আপনি 12GB RAM কে 24GB পর্যন্ত বাড়ানো যেতে পারে ৷ এটি এই স্মার্টফোনের কর্মক্ষমতা উন্নত করে। আকর্ষণীয় একাধিক রঙে বিকল্পে পাওয়া যায়। দাম ₹17 হাজার 790 টাকা ।

Nothing Phone (2a) 5G (Black, 8GB RAM): Nothing Phone 2a স্মার্টফোনটি ফিচার এবং লুকসেও ব্যবহারকারীদের আকর্ষণ করছে। 256GB স্টোরেজ-সহ উপলব্ধ। এটিতে 50MP OIS ব্যাক ক্যামেরা রয়েছে ৷ ফলে খুব ভালো ভিডিয়ো থেকে শুরু করে এবং ছবি সবকিছুই হয় অতুলনীয় ৷ এতে AMOLED স্ক্রিন রয়েছে । এই স্মার্টফোনটি 45W চার্জার সাপোর্ট থাকায় প্রায় 59 মিনিটে 100% পর্যন্ত চার্জ হয়ে যায়। মূল্য ₹25 হাজাক 400। এছাড়াও অতিরিক্ত ছাড় থাকতে পারে ৷

আগামী মাসেই ভারতে লঞ্চ করছে Redmi Note 14 Pro সিরিজ

ABOUT THE AUTHOR

...view details