হায়দরাবাদ:ভারতে রেকর্ড পরিমাণ বিক্রি বাড়ল স্মার্টফোনের ৷ চলতি বছরের তৃতীয় ত্রৈমাসিক অর্থাৎ জুলাই থেকে সেপ্টম্বর মাসে প্রায় 6 শতাংশ বিক্রি বেড়েছে স্মার্টফোনের ৷ প্রায় 46 মিলয়ন ইউনিট শিপমেন্ট হয়েছে স্মার্টফোনের ৷ ইন্টারন্যাশনাল ডেটা কর্পোরেশন (IDC) যারা বিশ্ব জুড়ে স্মার্টফোন বিক্রির উপর নজরদারি করে ৷ এই আর্ন্তজাতিক সংস্থার প্রকাশিত তথ্য অনুসারে, অ্যাপলের শিপমেন্ট হয়েছে 4 মিলিয়ন ইউনিট ৷ যা চলতি বছরের তৃতীয় ত্রৈমাসিকে সব থেকে বেশি ৷
হোয়াটসঅ্যাপে 'হাইলাইট' ফিচার, মিউট থাকলেও আসবে নোটিফিকেশন
সংস্থা প্রকাশিত তথ্য অনুসারে, গত বছরে অর্থাৎ 2023 সালের তৃতীয় ত্রৈমাসিকে অ্যাপেলের শেয়ার ছিল 5.7 শতাংশ ৷ চলতি বছরে বৃদ্ধি পেয়ে হয়েছে 8.6 শতাংশ ৷ বছর ঘুরতে না ঘুরতেই বাজারে আইফোনের শেয়ার 58.5 শাতংশ বেড়েছে ৷ আইডিসি অনুসারে, অ্যাপলের শিপমেন্টের বৃহত্তম শেয়ার ছিল আইফোন 15 এবং আইফোন 13-এর। অন্যদিকে, বাজারে ওয়ানপ্লাস-র শেয়ার অনেকটাই কমেছে ৷
আইডিসি তথ্য অনুসারে, 2024 সালের তৃতীয় ত্রৈমাসিকে ভারতের শীর্ষ স্মার্টফোন সংস্থাগুলির মধ্যে ভিভো 15.8 শতাংশ মার্কেট শেয়ার নিয়ে শীর্ষ অবস্থানে রয়েছে। Vivo-এর পরে, Oppo, Samsung, Realme এবং Xiaomi আছে শেয়ার তালিকায় ৷ যথাক্রমে 13.9 শতাংশ, 12.3 শতাংশ, 11.5 শতাংশ এবং 11.4 শতাংশ মার্কেট শেয়ার রয়েছে Q3 2024-এ ৷ যেখানে গত বছর এই একই সময়ে Oppo-র বাজারে শেয়ারে পরিমাম ছিল 47.6 শতাংশ ৷
ইনস্টাগ্রামেও AI দিয়ে ক্রিয়েট করা যাবে পছন্দের প্রোফাইল ছবি
Samsung -এর শেয়ার 2023 সালে 16.2 শতাংশ থেকে 2024 সালের তৃতীয় ত্রৈমাসিকে 12.3 শতাংশ হ্রাস পেয়েছে, এক বছরের মধ্যে 19.7 শতাংশ বাজারে শেয়ার কমেছে ৷ পাশাপাশি, Realme 19.4 শতাংশ মার্কেট শেয়ার হারিয়েছে এবং Xiaomi এর শেয়ার 2.7 শতাংশ বৃদ্ধি পেয়েছে। চলতি বছরেরল তৃতীয় ত্রৈমাসিকে 8.6 শতাংশ মার্কেট শেয়ার নিয়ে ভারতীয় স্মার্টফোন বাজারে ষষ্ঠ স্থানে রয়েছে Apple ৷ এরপর আছে Poco, Motorola, iQoo এবং OnePlus। গত বছর তৃতীয় ত্রৈমাসিকে বাজারে OnePlus-এর শেয়ার ছিল 6.2 শতাংশ ৷ যা কমে চলতি বছরে 3.6 শতাংশে এসেছে ৷ সার্বিকভাবে সমস্ত সংস্থার স্মার্টফোনের বিক্রি বৃদ্ধির কারণে শেয়ারে তারতম্য হয়েছে ৷
পশ্চিমবঙ্গ ও নর্থ-ইস্টে 80 হাজার ব্যাঙ্কিং পয়েন্ট এয়ারটেল পেমেন্টস ব্যাংক