হায়দরাবাদ: রিপাবলিক ডে সেল শুরু হয়েছে অ্যামাজন এবং ফ্লিপকার্টে । আগামী 19 জানুয়ারি পর্যন্ত চলবে এই সেল ৷ অ্যামাজনে সেলের নাম 'অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেল 2025', অন্যদিকে ফ্লিপকার্টের সেলকে 'ফ্লিপকার্ট মনুমেন্টাল সেল 2025' নাম দেওয়া হয়েছে ৷
লঞ্চের আগে প্রকাশ্যে গ্যালাক্সি সিরিজের S25-এর ফিচার
Amazon Great Indian Festival Sale Details: Amazon-এর এই সেলে স্টেট ব্যাংকের কার্ড দিয়ে কেনা কাটা করলে ব্যপক ছাড় মিলছে ৷ প্রায় 10% পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে । এছাড়াও প্রাইম সদস্যরা 'Amazon Pay ICICI' কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে 5% ছাড় পাবেন। কোম্পানি নন-প্রাইম সদস্যদের জন্য 3% ডিসকাউন্টের সুবিধা দিয়েছে ৷
এছাড়াও, এই সেলে Amazon Pay Later সুবিধা রয়েছে । ব্যবহারকারীরা সর্বোচ্চ Rs. 60,000 মূল্যের পণ্য ক্রয় করতে পারবেন ৷ সুবিধা মতো সেটি পরিশোধ করতে পারবেন ৷ কিন্তু এই অফার পেতে Amazon-এ কিছু শর্ত দেখে নিতে হবে । পাশাপাশি, গ্রাহকরা এই বিক্রয়ে নো কস্ট ইএমআই সুবিধাও পেতে পারেন । এছাড়াও, Amazon-এর সেলে জিনিসপত্রের দাম 99 টাকা থেকে শুরু হয়েছে ৷
Poco-র স্মার্টফোনে কল রেকর্ড থেকে ট্রান্সলেশন সবই করবে AI
অ্যামাজন সেল:
- Amazon-এ কেনাকাটায় ডিসকাউন্ট পেতে পেমেন্টের সময় যে সমস্ত ক্রেডিট কার্ডে অফার রয়েছে সেগুলি ব্যবহার করুন
- অ্যামাজন-এর প্রাইম মেম্বারশিপ থাকলে প্রাইম আওয়ারে কেনাকাটা করলে, সেরা ডিল পেতে পারেন
- এছাড়াও ICICI ব্যাঙ্ক কার্ড বা অন্যান্য কার্ডের সমস্ত অফার এবং ডিসকাউন্টের সঙ্গে দাম দেখে তারপরই সেগুলি কিনুন
ফ্লিপকার্ট সেল: অ্যামাজনের মতো, ফ্লিপকার্টেও সেল শুরু হয়েছে ৷ এই অনলাইন শপিং সাইটে HDFC ব্যাঙ্ক ক্রেডিট কার্ড ব্যবহারে ব্যপক ছাড় পাওয়া যাচ্ছে ৷ এছাড়াও 5% ক্যাশব্যাক, Rs. 1000 গিফট ভাউচারও পাওয়া যাচ্ছে
পাশাপাশি, বেশ কিছু নির্বাচিত প্রধান ব্যাঙ্কের ক্রেডিট এবং ডেবিট কার্ডে EMI-এর অপশন রয়েছে ৷ প্রতিটি বিক্রয়ের দিনে সন্ধ্যা 6 টা থেকে বিশেষ অফার চালু হচ্ছে ৷ এই সময়ে পণ্য পাওয়া যাচ্ছে মাত্র 76 টাকা থেকে। Flipkart সেল সকাল 12 AM থেকে 12 PM পর্যন্ত রাশ আওয়ার ডিল রয়েছে ৷ আপনি যদি এই সময়ের মধ্যে কেনাকাটায় রয়েছে ব্যপক ছাড় ৷ Flipkart-এ কেনাকাটা করার সময় HDFC, Axis Bank কার্ডের মাধ্যমে পেমেন্ট করুন। তাই বেশি সুবিধা পেতে পারেন ।
250 টাকারও কম রিচার্জেও মিলছে প্রতিদিন 1 জিবি ডেটা