পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বচসার জেরে বন্ধুকে কুপিয়ে খুন, গ্রেফতার অভিযুক্ত - YOUTH KILLED HIS FRIEND

ক্লাবের অনুষ্ঠান চলাকালীন বন্ধুকে ভোজালির কোপ ৷ লুকিয়েও রেহাই পেল না অভিযুক্ত ৷ তদন্তের স্বার্থে আটক ক্লাবের সম্পাদক ৷

Contai Youth Murder Case
বন্ধুকে কুপিয়ে গ্রেফতার যুবক (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jan 20, 2025, 5:06 PM IST

কাঁথি, 20 জানুয়ারি: ক্লাবের অনুষ্ঠান চলাকালীন বচসা ৷ তার জেরেই বন্ধুকে কুপিয়ে খুনের অভিযোগ ৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রেফতার করে ৷ সোমবার তাকে কাঁথি মহকুমা আদালতে তোলা হলে বিচারক 10 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন । তদন্তে নেমে ক্লাবের সম্পাদককে আটক করেছে পুলিশ ।

রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের কাঁথি পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের খড়্গচন্ডী মহাশ্মশান সংলগ্ন এলাকায় ৷ সেখানেই মঞ্জুরি গোষ্ঠী ক্লাবের বার্ষিক অনুষ্ঠানে নাচানাচি করার সময় দু'জনের মধ্যে বচসা শুরু হয় । আচমকা বন্ধু আজগরের গলায় ধারালো অস্ত্রের কোপ মারে সৌরভ দাস ওরফে পাপা ৷

কুপিয়ে খুনের ঘটনায় স্থানীয় কাউন্সিলর ও পুলিশের বক্তব্য (ইটিভি ভারত)

আঘাত এতটাই গুরুতর ছিল যে সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে আজগর মল্লিক (25) নামে ওই যুবক। তড়িঘড়ি আজগরকে কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কিছুক্ষণের মধ্যেই তাঁর মৃত্যু হয় ৷ এদিকে বন্ধুকে মেরে ক্লাবের উপরের ঘরে লুকিয়ে পড়ে সৌরভ ৷ সেখান থেকে পুলিশ তাকে গ্রেফতার করে কাঁথি থানায় নিয়ে আসে ।

এদিকে এই ঘটনাকে ঘিরে এলাকায় তুমুল উত্তেজনা দেখা দেয় । ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কাঁথি থানার পুলিশ । ঘটনাস্থল সিল করে দেওয়া হয় ৷ এই বিষয়ে মহকুমা পুলিশ আধিকারিক দিবাকর দাস বলেন, "খবর পেয়ে আমরা তড়িঘড়ি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করি । তারপর একজনকে গ্রেফতার করা হয় ।"

স্থানীয় কাউন্সিলর অতনু গিরি বলেন, "গত দু'দিন ধরে আমার ওয়ার্ডে মঞ্জুরি গোষ্ঠী ক্লাবের অনুষ্ঠান চলছিল । গতকাল রবিবার তার শেষ দিন ছিল । সৌরভ ও আজগর দু'জন মিলে অনুষ্ঠান দেখছিল । হঠাৎ, করে আজগরকে ভোজালির কোপ মারে সৌরভ । তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলে কিছুক্ষণ চিকিৎসা চালানোর পর ছেলেটি মারা যায় । আমরা চাই অভিযুক্তের যেন কঠিনতম শাস্তি হয় ।

ABOUT THE AUTHOR

...view details