পানিহাটি, 27 মে: রাজ্যে ফের প্রাণ কাড়ল রেমাল। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এবার বেঘোরে মৃত্যু হল এক যুবকের । মৃতের নাম গোপাল বর্মন (30)। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার পানিহাটিতে । ঘটনার সময় বিটি রোডের ধারে শৌচালয়ে বাথরুম করতে গিয়েছিলেন ওই যুবক । তখনই ঝোড়ো হাওয়ায় বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে তাঁর গায়ের উপর । তৎক্ষণাৎ বিদ্যুৎপৃষ্ঠ হন তিনি । অচৈতন্য অবস্থায় তাঁকে পড়ে থাকতে দেখে চিৎকার চেঁচামেচি শুরু করেন স্থানীয়রা । সেই চিৎকার শুনে ছুটে আসেন কর্তব্যরত পুলিশকর্মীরা । তাঁরা তাঁদের গাড়িতে করে আহত যুবককে পানিহাটি স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলেও যুবককে বাঁচানো সম্ভব হয়নি। চিকিৎসকরা স্পষ্ট জানিয়ে দেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে তাঁর । আকস্মিক এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পানিহাটি পৌরসভার 14 নম্বর ওয়ার্ডে ।
রেমালের জের ! ছিঁড়ে পড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বাবা-ছেলের