জলপাইগুড়ি, 21 জানুয়ারি: যুবকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার চাঞ্চল্য ছড়াল কোতয়ালিতে । হেফাজতে থাকাকালীন পুলিশের মারে যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পরিবারের । অন্যদিকে, জেলা পুলিশ সুপারের দাবি সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ওই যুবকের । মৃতের নাম রাজা রায় (22)। আহত আরও এক যুবক বিট্টু সরকার জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধীন জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন । অভিযুক্ত পুলিশ অফিসারের শাস্তির দাবি করেছে মৃত যুবকের পরিবার ।
জানা গিয়েছে, গত 19 জানুয়ারি বিট্টু সরকার ও রাজা রায় নামে দুই যুবককে দশদরগা এলাকার মানুষরা চুরির অভিযোগে ধরে রাখে । কোতয়ালি থানার পুলিশকর্মীরা গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে । পরিবারের দাবি, তারপর থেকেই পুলিশি হেফাজতে রাজা ও বিট্টুকে ব্যাপক মারধর করা হয় । এরপরেই রাজা ও বিট্টু গুরুতর অসুস্থ হয়ে পড়ে । সোমবার রাতে তাদের দু'জনকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে পুলিশ ৷ মঙ্গলবার সকালে পরিবারকে পুলিশ জানায় রাজা মারা গিয়েছে । পরিবারের আরও দাবি, রাজার মৃতদেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে । সম্পূর্ণ ঘটনা তদন্ত করছে পুলিশ ।
এদিকে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে বেড থেকে করা একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে ৷ যাতে বিট্টুকে বলতে শোনা যাচ্ছে যে, পুলিশ রাজা রায়ের উপর অত্যাচার করেছে । মারধরের কারণেই রাজার মৃত্যু হয়েছে । যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করা যায়নি ।