পানাগড় ও চন্দননগর, 24 ফ্রেব্রুরারি: তরুণীকে অশ্লীল ইঙ্গিত, তারপর ধাওয়া করে একাধিকবার তাঁর গাড়িতে ধাক্কা। গাড়ি উল্টে মৃত্যু হয় তরুণীর ৷ চারচাকা গাড়ি ফেলে পালায় দুষ্কৃতীরা। রবিবার গভীর রাতে পানাগড়ের 19 নম্বর জাতীয় সড়কে ঘটল এমনই ভয়ঙ্কর ঘটনা। এই ঘটনায় আহত হয়েছেন আরও দু'জন।
মৃত যুবতীর নাম সুতন্দ্রা চট্টোপাধ্যায় (26)। হুগলির চন্দননগরের বাসিন্দা। তিনি ইভেন্ট সংস্থার কর্মী ছিলেন। জানা গিয়েছে, চন্দননগর থেকে চারচাকা গাড়ি করে চালক-সহ পাঁচজন মিলে বিহারের গয়া যাচ্ছিলেন। সেখানে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল তাঁদের। রবিবার রাতে পানাগড়ের 19 নম্বর জাতীয় সড়কের পাশে একটি পেট্রল পাম্পে তেল ভরতে গাড়িটি থামে। তারপর আবার গাড়িটি জাতীয় সড়ক ধরে পানাগড় অভিমুখে যাওয়া শুরু করে।
তখনই আরও একটি সাদা রংয়ের চারচাকা গাড়ি তরুণীর গাড়িকে ধাওয়া করে। তরুণীর গাড়ির চালক রাজদূত শর্মা বলেন, "প্রথমে আমাদের গাড়ি ধাওয়া করে ওই গাড়িটি। তারপর ম্যাডামকে উদ্দেশ্য করে খারাপ কথাবার্তা বলতে থাকে। ওই গাড়িটিতে অন্তত 5 জন যুবক ছিল। পরে আমাদের গাড়িতে ধাক্কা মারে। ফলে আমাদের গাড়িটি ডিভাইডারে উঠে যায়। কাঁকসা থানার রাস্তা ধরে যেতে গেলে ফের আমাদের গাড়িতে ধাক্কা মারে। তখন গাড়িটি উল্টে যায়। ওই যুবকরা তখন তাদের গাড়ি থামিয়ে পালিয়ে যায়।"