পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

গলায় জড়ানো তার, যুবকের দেহ উদ্ধার রাজারহাটে - undefined

Body Recovered in Rajarhat: মঙ্গলবার সাত সকালে রাজারহাটে বাঁশ বাগানে যুবকের দেহ উদ্ধার ৷ তিনি ভিন রাজ্যের বাসিন্দা বলে পুলিশের প্রাথমিক অনুমান ৷ যুবকের দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে ৷ ঘটনাস্থলে এসেছে পুলিশ কুকুর ও গোয়েন্দা বিভাগের আধিকারিকরা ৷

Body Recovered
যুবকের দেহ উদ্ধার

By ETV Bharat Bangla Team

Published : Jan 30, 2024, 12:38 PM IST

অজ্ঞাত পরিচয় যুবকের দেহ উদ্ধার রাজারহাটে

রাজারহাট, 30 জানুয়ারি: খালি গা, পরনে সাদা প্যান্ট, পায়ে বুট জুতো, গলায় জড়ানো জিআই তার ৷ মঙ্গলবার সকালে রাজারহাটে অজ্ঞাত পরিচয় যুবকের দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ৷ রাজারহাট থানা এলাকার কাশীনাথপুর বাজারের কাছে রাস্তার পাশে বাঁশ বাগানে পরেছিল দেহটি । যুবকের দেহটি উদ্ধার করে ঘটনার তদন্তে নেমেছে রাজারহাট থানার পুলিশ ।

জানা গিয়েছে, এ দিন সকালে কাশীনাথপুর বাজার সংলগ্ন রাস্তার পাশে ওই বাঁশ বাগানে যুবকের দেহ দেখতে পায় স্থানীয় বাসিন্দারা । এরপর স্থানীয়রাই রাজারহাট থানার পুলিশকে খবর দেয় ৷ পুলিশ এসে ওই এলাকাটি ঘিরে ফেলে । দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ । তবে ওই যুবকের নাম পরিচয় কিছু এখনও জানা যায়নি । পুলিশের প্রাথমিক অনুমান, ওই যুবক লরির খালাসি এবং তিনি হয়তো ভিন রাজ্যের বাসিন্দা ৷ ওই এলাকায় ভিন রাজ্য থেকে লরি করে মার্বেল নিয়ে এসেছিলেন যুবক । পুলিশ ঘটনার পর খোঁজ চালিয়ে কাছেই রাস্তার পাশ থেকে একটি লরি উদ্ধার করেছে ।

পুলিশ সূত্রে খবর, ওই লরিতে থাকা দু'জনকে আটক করা হয়েছে । তাঁদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । এই ঘটনা সম্পর্কে তারা কী জানে? এই ঘটনায় তাঁদের কোনও যোগ রয়েছে কিনা, জিজ্ঞাসাবাদ করে জানতে চাইছে রাজারহাট থানার পুলিশ । বিধাননগর পুলিশ কমিশনারেটের তরফে ঘটনাস্থলে নিয়ে আসা হয়েছে ডগ স্কোয়াডের কুকুর ৷ কুকুরের সাহায্যে পুলিশ অভিযুক্তকে চিহ্নিত করার চেষ্টা করছে ৷ ঘটনাস্থলে এসেছে পুলিশের গোয়েন্দা বিভাগের আধিকারিকরাও ৷ ঘটনাস্থল এবং আশেপাশের এলাকায় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন রাজারহাট থানার পুলিশ আধিকারিকরা ৷ পাশাপাশি যুবকের পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন:

  1. বিয়ের দিনে নিখোঁজ যুবক, মৃতদেহ উদ্ধার কুয়ো থেকে
  2. ফের যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার মালদায়, আইনশৃঙ্খলা নিয়ে উঠছে প্রশ্ন
  3. রাজারহাটে স্ত্রীকে খুন করে আত্মঘাতী যুবক, আঘাত সন্তানের গলায়!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details