কলকাতা, 15 জুলাই:বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণেসাফল্যের সঙ্গে শেষ হল 'ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার'। শেষদিনেও তিলধারণের জায়গা ছিল না বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণে। মেলার শেষবেলায় সকলের নজর কাড়ল লাটাগুড়ির লোকসঙ্গীত। সেখানকার লোকশিল্পীরা গাইলেন তাঁদের আঞ্চলিক গান।
সুন্দরী ডুয়ার্সের একটি আকর্ষণীয় জায়গা লাটাগুড়ি। ভারত তথা বিদেশেও ছড়িয়েছে লাটাগুড়ির নাম। লাটাগুড়ির জঙ্গলের টানে বহু মানুষের সমাগম হয় এখানে ৷ সম্প্রতি 'ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার'-এ হাজির হয়েছিল 'লাটাগুড়ি রিসর্ট ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন'। তিনি বর্ণনা করলেন পর্যটন কেন্দ্র হিসেবে লাটাগুড়ির রূপ ৷
অ্যাসোসিয়েশনের জনৈক প্রতিনিধি বলেন, "লাটাগুড়ি একটা জঙ্গলনির্ভর পর্যটন ক্ষেত্র। বর্ষাকালে এই জায়গাটা আরও সবুজ হয়ে যায়। অন্যরূপে ধরা দেয় প্রকৃতি। জন্তুরা লোকালয়ে চলে আসছে। ফলে জন্তু দেখতে পর্যটকদের আর জঙ্গলে যেতে হচ্ছে না। রিসর্টে বসেই তারা যে কোনও জন্তু দেখতে পারছেন। আর তার ফলে মানুষের এই সময়ে এই জায়গায় আনাগোনাও বাড়ছে।"
অর্কিডের শহরে এবার প্যারাগ্লাইডিং, অ্যাডভেঞ্চারপ্রেমীদের স্বর্গরাজ্য হতে চলেছে কার্শিয়াং !