কলকাতা, 13 জুলাই:রাজ্যে সক্রিয় বর্ষা ৷ শুক্রবার রাতে কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে প্রায় 45 মিলিমিটার বৃষ্টি হয়েছে । তবে এই বৃষ্টি দক্ষিণবঙ্গে প্রত্যাশিত বৃষ্টির ইঙ্গিত নয় বলে মনে করছেন আবহবিদরা ৷
শনিবার দিনের আকাশ থাকবে মেঘলা ৷ এক বা দুই পশলা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে । দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 31 ডিগ্রি এবং 26 ডিগ্রির আশেপাশে থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস । শুক্রবার কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 4.4 ডিগ্রি কম । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 3.2 ডিগ্রি কম ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ 98 শতাংশ এবং সর্বনিম্ন 80 শতাংশ।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন, বঙ্গোপসাগরের উপর থেকে ধেয়ে আসা জলীয়বাষ্পপূর্ন বাতাস এবং দক্ষিণ-পশ্চিম দিক থেকে ধেয়ে আসা বাতাস, এই দুইয়ের সংস্পর্শে সক্রিয় হয়ে উঠেছে মৌসুমি অক্ষরেখা ৷ এই অক্ষরেখা বাংলার উপকূলীয় জেলার উপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত ৷ এর প্রভাবে আগামী 24 ঘণ্টা রাজ্যজুড়ে বৃষ্টি হবে ৷
শুক্রবার উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই ভারী বৃষ্টি হয়েছে ৷ বিশেষ করে অতিভারী বৃষ্টি হয়েছে আলিপুরদুয়ারে । দক্ষিণবঙ্গের বাঁকুড়া, দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বর্ধমান ভারী বৃষ্টি হয়েছে । বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে বাকি জেলাতে ৷ হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, শনিবার উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ তবে দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে মাঝারি ৷ উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে জারি করা হয়েছে ভারী বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কতা ৷ এছাড়া মালদা এবং দুই দিনাজপুরে রয়েছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা ৷ অন্যদিকে, দক্ষিণবঙ্গের বীরভূম, পূর্ব-পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দুই 24 পরগনায় রয়েছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা ৷
আগামী 14 জুলাই উত্তরবঙ্গের উপরের 5 জেলা দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে রয়েছে অতিভারী বৃষ্টির সম্ভাবনা ৷ তবে বাকি জেলায় হবে ভারী বৃষ্টিপাত ৷ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, কোচবিহার এবং দক্ষিণ দিনাজপুরে ৷
অন্যদিকে, দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলার পাশাপাশি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে ৷ বাকি জেলায় হবে বিক্ষিপ্ত বৃষ্টি ৷ 15 জুলাই উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে রয়েছে অতিভারী বৃষ্টির সম্ভাবনা ৷ তবে বাকি জেলাগুলিতে হবে ভারী বৃষ্টি ৷ তবে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা ৷ আগামী 16 জুলাই উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই রয়েছে অতিভারী বৃষ্টির সম্ভাবনা ৷ দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে কেবল ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ বাকি জেলাগুলিতে রয়েছে বিক্ষিপ্ত বৃ্ষ্টির সম্ভাবনা ৷ আগামী 17 এবং 18 জুলাই বাংলার সমস্ত জেলাতেই রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা ৷