শিলিগুড়ি, 7 মার্চ: ইন্দো-মায়ানমার সীমান্ত দিয়ে ভারতে এনে বিপুল পরিমাণ পাচারের ছক অভিযান চালিয়ে ভেস্তে দিল কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা বিভাগ (ডিআরআই) । বৃহস্পতিবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে 7 কোটি 54 লক্ষ টাকার সোনা উদ্ধার করেন ডিআরআই আধিকারিকরা । অভিযানে উদ্ধার হয়েছে 11 কেজি 650 গ্রাম ওজনের মোট 70টি সোনার বিস্কুট । বিস্কুটগুলোর উপরে অস্ট্রেলিয়া ও রাশিয়ার কোন কারখানার চিহ্ন খোদাই করা রয়েছে । ওই সোনার বিস্কুট পাচারের অভিযোগে হরিয়ানার দুই পাচারকারীকে গ্রেফতার করেছে ডিআরআই ।
ধৃতদের নাম মঞ্জিত ও অঙ্কিত । দুজনেই হরিয়ানার গুরাওয়ারের বাসিন্দা । ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শহরে । ধৃতদের বৃহস্পতিবার শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয় ৷ বিচারক জামিনের আবেদন খারিজ করে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন । ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে ।
ডিআরআই সূত্রে জানা গিয়েছে, ইন্দো-মায়ানমারের 'মোরেহ' সীমান্ত দিয়ে ওই সোনা ভারতে ঢোকে । মণিপুরে হাতবদলের পর ওই দুই পাচারকারীর কাছে পৌঁছয় । এরপর ওই দুই পাচারকারী চারচাকা গাড়িতে করে ওই সোনার বিস্কুটগুলো পাচারের উদ্দেশে রওনা দেয় । এ দিকে হাতবদলের পরই পাচারের খবর পেয়ে যায় ডিআরআই । খবর মতো শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ির ঘোষপুকুর টোল গেটের কাছে ফাঁদ পাতেন ডিআরআই আধিকারিকরা । এরপর গাড়িটি টোল গেটের কাছে পৌঁছতেই আধিকারিকরা সন্দেহভাজন গাড়িটিকে দাঁড়াতে নির্দেশ দেন । কিন্তু পাচারকারীরা ধরা পরে যাওয়ার আশংকায় গাড়ির গতি বাড়িয়ে পালানোর চেষ্টা করে ।