দমদম, 9 অক্টোবর: নয়া ইতিহাসের সাক্ষী হয়ে থাকল কলকাতা বিমানবন্দর ৷ প্রথমবার বেলুগা সিরিজের বৃহত্তম বিমান বেলুগা এক্সএল অবতরণ করল দমদম বিমানবন্দরে ৷
মঙ্গলবার তখন ঠিক রাত 10.43 ৷ আকাশ থেকে নেমে এল বিরাট এক তিমি ৷ কাছে এলে বোঝা যাবে যে, সেটি আসলে আকাশের তিমি ৷ অর্থাৎ তিমির আদলে তৈরি বেলুগা এয়ার ক্র্যাফট ৷ গতকাল রাতে দমদম বিমানবন্দরে অবতরণ করে 'দৈত্যাকার' এই বিমান । এটি বাহরিন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কলকাতা বিমানবন্দরে পৌঁছলে ফোয়ারার জলে তাকে অভিবাদন জানানো হয় ৷
কলকাতা বিমানবন্দরের এক্স হ্যান্ডেলে বলা হয়েছে, "প্রথমবার কলকাতা বিমানবন্দরে বিমানের অত্যাবশ্যকীয় উপাদান বহনকারী বৃহত্তম এয়ারবাস বেলুগা সিরিজের এক্সএলকে স্বাগত জানানো হয়েছে । ক্রুদের বিশ্রাম দেওয়া ও রিফুয়েলিংয়ের জন্য কলকাতায় অবতরণ করে বিমানটি ৷ কারণ এটিই পূর্ব ভারতের একমাত্র বিমানবন্দর, যা এই ধরনের বিমানের প্রয়োজনীয়তা মেটাতে সক্ষম ৷"