দত্তপুকুর, 30 অক্টোবর: দীপাবলি উৎসবের আগে অন্ধকার নেমে এল দত্তপুকুরে ৷ একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ আগুনে ঝলসে মৃত্যু হল 1 শ্রমিকের ৷ মৃত শ্রমিকের নাম বিশ্বনাথ বোস ৷ আগুনে ঝলসে গুরুতর জখম হয়েছেন আরও তিনজন ৷ তাঁদের বারাসত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ কারখানার পাইপলাইন লিক করে আগুন লেগেছে বলে প্রাথমিক তদন্তে অনুমান দমকলের ৷
জানা গিয়েছে, আহতদের মধ্যে কারখানার মালিকের জামাই কুলদীপ সিংয়ের অবস্থা আশঙ্কাজনক ৷ তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ৷ বাকি দুই আহত শ্রমিক হলেন জয়দেব কর্মকার এবং শের আলি ৷ স্থানীয় সূত্রে খবর, উত্তর 24 পরগনার দত্তপুকুরের কদম্বগাছি পঞ্চায়েতের চণ্ডীগড়ি এলাকায় তেল পরিশোধনের একটি কারখানা রয়েছে ৷ গত 21 বছর ধরে চলছে কারখানাটি ৷
সেখানেই বুধবার বেলা দু'টো নাগাদ রাসায়নিক তেলের পাইপলাইন লিক করে আগুন লেগে যায় বলে অভিযোগ ৷ সেই সময় জনা দশেক শ্রমিক কাজ করছিলেন কারখানায় ৷ তেল পরিশোধনের কারখানা হওয়ায়, মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে ৷ 5-6 জন শ্রমিক বাইরে বেরিয়ে আসতে পারলেও চারজন ভিতরে আটকে পড়েন ৷ তবে, কোনওরকমে তাঁরা বাইরে বেরিয়ে আসেন ৷ অগ্নিদগ্ধ অবস্থায় তাঁদের নিয়ে যাওয়া হয় বারাসত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ৷ কিন্তু, সেখানেই বিশ্বনাথকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক ৷