পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সালারে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, বোমাবাজিতে আহত এক মহিলা - TMC Inner Clash in Murshidabad - TMC INNER CLASH IN MURSHIDABAD

TMC Inner Clash: মুর্শিদাবাদের সালারে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে আহত এক মহিলা ৷ পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷ আহত ওই মহিলা হাসপাতালে চিকিৎসাধীন ৷ প্রাথমিকভাবে পুলিশের অনুমান এলাকা দখলকে কেন্দ্র করেই এই সংঘর্ষ ৷

TMC Inner Clash
তৃণমূলের গোষ্ঠীদ্বন্ধে আহত 1 (নিজস্ব ছবি)

By ETV Bharat Bangla Team

Published : Jun 10, 2024, 11:03 PM IST

মুর্শিদাবাদ, 10 জুন:ভোট মিটতেই উত্তপ্ত মুর্শিদাবাদের সালার ব্লকের উজুনিয়া গ্রাম ৷ তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে সেখানে আহত এক মহিলা ৷ অভিযোগ, লোকসভা নির্বাচন চলাকালীন জেলা তৃণমূলের দুই দলের সদস্যের মধ্যে অশান্তি হয় ৷ এরপর ভোট মিটতেই সোমবার পুরনো অশান্তি চরম আকার নেয় ৷ বোমাবাজিতে আহত হল এক মহিলা। আহতের নাম মহিনা বিবি।

এলাকাবাসীর অভিযোগ, প্রাক্তন তৃণমূল ব্লক সভাপতি তথা বর্তমানের তৃণমূলের জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ আজহারউদ্দিন সিজার ও বর্তমান ব্লক তৃণমূল সভাপতি তথা মুর্শিদাবাদ জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ মোস্তফিজুর রহমানের গোষ্ঠীর অশান্তি আরও গুরুতর হয় ৷ দু'পক্ষের মধ্যে বোমাবাজিতে আহত হন মহিনা বিবি ৷

জানা গিয়েছে, সোমবার সন্ধ্যায় সালার থানার অন্তর্গত উজুনিয়া গ্রাম তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হয়ে ওঠে ৷ এলাকায় বোমাবাজি করতে থাকে দুই গোষ্ঠী ৷ সেই সময়ে একটি বোমা এসে পড়ে এক গ্রামবাসীর বাড়ির উঠোনে। বোমার আঘাতে গুরুতর জখম হন মহিনা বিবি ৷ বোমাবাজিতে আহত ওই মহিলাকে গুরুতর আহত অবস্থায় কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসার জন্য। ঘটনাস্থলে পৌঁছয় সালার থানার পুলিশ। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে পরিবার কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয় বলে তিনি জানিয়েছেন ৷ এলাকাবাসির দাবি, গ্রামে শাসকদলের দুই পক্ষ ক্ষমতা দখলের লড়াইয়ে সামিল হয়েছে। তাতেই জখম হয়েছেন মহিলা।

এলাকায় অশান্তির খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সালার থানার পুলিশ। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি ৷ আহতের পরিবারের পক্ষ থেকে কোনওরকম অভিযোগও করা হয়নি। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, গ্রামে তৃণমূল দলের দুই পক্ষ ক্ষমতা দখলের লড়াইয়ে সামিল হয়েছে। তাতেই জখম হয়েছেন মহিলা।

ABOUT THE AUTHOR

...view details