পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আরজি কর-কাণ্ডের জের, 15 দিন ব্যাপী 'রাতের সভা'র ডাক মহিলাদের - Night Meeting

Night Meeting: মহিলাদের সঙ্গে প্রতি মুহূর্তে ঘটা নানা বৈষম্যমূলক ঘটনা তুলে ধরতে 'রাতের সভা'র ডাক ৷ 15 সেপ্টেম্বর থেকে শুরু হবে এই সভা ৷ চলবে 15 দিন ব্যাপী ৷ কলকাতা থেকে ঝাড়গ্রাম, রাজ্যের নানা জায়গায় বসবে 'রাতের সভা' ৷

Night Meeting
15 দিন ব্যাপী 'রাতের সভা'র ডাক মহিলাদের (নিজস্ব ছবি)

By ETV Bharat Bangla Team

Published : Sep 14, 2024, 9:18 PM IST

কলকাতা, 14 সেপ্টেম্বর: রাত দখলের পর এবার 'রাতের সভা'র ডাক দিলেন মহিলারা । 15 সেপ্টেম্বর থেকে টানা চলতি মাসের শেষ দিন পর্যন্ত হবে মহিলা, প্রান্তিক মানুষদের নিয়ে রাতে বৈঠক । এমনটাই শনিবার সাংবাদিক বৈঠক করে জানালেন শতাব্দী দাস ।

আরজি করের ঘটনার পরে তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ প্রশ্ন তুলেছিলেন রাতে সেমিনার রুমে তরুণী চিকিৎসক কী করছিলেন । একটা মহিলা রাতে তাঁর কর্মক্ষেত্রে থাকতে পারবেন না বা রাস্তা পথঘাটে থাকতে পারবেন না ? এই প্রশ্ন তুলেই কিছু মহিলা যৌথভাবে রাত দখলের আহ্বান করেছিলেন । সেই ডাকে কলকাতা থেকে কাকদ্বীপ, গ্রাম শহরের রাস্তায় লাখো মহিলার ভিড় হয়েছিল । তাঁরা জেগেছিলেন রাত । আরজি কর হাসপাতালে চিকিৎসক ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনার সুবিচার দাবিতে তুলেছিলেন স্লোগান । আর এবার মহিলাদের সঙ্গে প্রতি মুহূর্তে ঘটা নানা বৈষম্যমূলক ঘটনা তাঁরাই তুলে ধরবেন রাতের বৈঠকে ।

শতাব্দী দাস বলেন, "কলকাতা, ঝাড়গ্রাম, বারাসত থেকে থেকে শুরু করে বিভিন্ন জেলায় রাতের বৈঠক করব । সেখানে সাধারণ ঘরের মহিলা থেকে কর্মক্ষেত্রে মহিলারা তাঁদের সমস্যার কথা তুলে ধরবেন । আমরা চেষ্টা করব সেই সব সমস্যায় আইনি সহায়তা করার । কেউ যদি এই বৈঠকের উদ্যোগ গ্রহণ করেন তারা যোগাযোগ করতে পারেন । আমরা নির্যাতিতার বিচার চেয়ে দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়কে চিঠি দিয়েছি ৷ সেই চিঠিকে সমর্থন করে সাক্ষর করেছে সমাজের বিভিন্ন শ্রেণির মানুষ ৷"

পাশাপশি এদিন তিনি জানিয়েছেন, জেন্ডার অ্যাসেসমেন্ট করতে হবে । মহিলা, প্রান্তিক মানুষদের জন্য যে আইন হয়েছে, তাতে কত অভিযোগ হয়েছে, বিচার কত হয়েছে । কী ধরনের অভিযোগ । শাস্তি কী ! সবটাই সামনে আসবে । যা আগামিদিনে মহিলা ও প্রান্তিক মানুষদের সুরক্ষিত করবে । এ দিন তাঁদের আন্দোলন থেকে চিকিৎসকদের দাবি ও সিদ্ধান্তকে সমর্থন জানানো হয়েছে । আবার বক্তারা জানিয়েছেন, এই ধরনের আন্দোলনে ধানতলা, বানতলা থেকে হাথরাস, উন্নাও যারা করছে সেই সব রাজনৈতিক দলের থেকে দূরে থেকেই তৃণমূল সরকারের বিরুদ্ধে তাঁরা লড়বেন ।

ABOUT THE AUTHOR

...view details