কলকাতা, 25 জুন: তরুণীকে শারীরিক হেনস্তা, উত্যক্ত করার অভিযোগ ৷ ঘটনায় অভিযোগের তীর দক্ষিণ কলকাতার এক অভিজাত ক্লাবের কর্তার বিরুদ্ধে ৷ জানা গিয়েছে, তরুণী ওই ক্লাবেই কর্মরতা ৷ ইতিমধ্যেই থানায় দায়ের হয়েছে একটি লিখিত অভিযোগ । অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে কলকাতা পুলিশ ।
সূত্রের খবর, ঘটনা সূত্রপাত ফেব্রুয়ারি মাসে । তরুণীর অভিযোগ, ওই ক্লাবকর্তা একাধিকবার তাঁর সঙ্গে অভব্য আচরণ করে। পাশাপাশি তাঁর গায়ে হাত দেওয়ার চেষ্টা করেন ওই ক্লাবকর্তা । তিনি প্রথমে ক্লাব কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছিলেন। তবে ক্লাবের তরফ থেকে কোনও পদক্ষেপ গ্রহণ করা হয়নি । তারপরও একাধিকবার মদ্যপ অবস্থায় তাঁকে শারীরিকভাবে হেনস্থা করেন ওই ক্লাবকর্তা । শেষ পর্যন্ত তিনি বিষয়টি বাড়িতে জানান । পরে শেক্সপিয়ার সরণি থানায় ওই ক্লাবকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন ।