পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বাজির আগুনে ঝলসে গেল 3 শিশু, মৃত্যু মহিলারও

কালীপুজোর বিসর্জনে বাজি ফাটাতে গিয়ে প্রাণ গেল 3 শিশু ও এক মহিলার ৷ কান্নার রোল উলুবেড়িয়ার বাজারপাড়ায় ৷

Burn to Death in Uluberia
আগুন নেভানোর চেষ্টা দমকলবাহিনীর (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : 4 hours ago

উলুবেড়িয়া, 1 নভেম্বর: বাজি ফাটাতে গিয়ে অঘটন ৷ আগুনে ঝলসে মৃত্যু তিন শিশু ও এক মহিলার ৷ শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়ার বাজারপাড়ায় ৷ বাজির তীব্রতা এতটাই ছিল যে তাতে ভস্মীভূত হয়ে যায় একটি বাড়ি ও তার সংলগ্ন দোকান ৷

স্থানীয় সূত্রে খবর, কালীপুজোর পরের দিন বাজি ফাটাতে গিয়ে আগুন লাগে একটি বাড়িতে । সেখানে অনেক দাহ্যবস্তু থাকায় মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে ৷ বাড়ি-সহ দোকানেও আগুন লেগে যায় ৷ ধোঁয়ায় ভরে যায় চারদিক ৷ আগুন লাগার খবর ছড়িয়ে পড়তেই আশপাশের লোকজন আতঙ্কে বাড়ি থেকে বেরিয়ে পড়েন ৷ ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে উপস্থিত হয় পুলিশ এবং দমকলবাহিনী ।

জানা গিয়েছে, উলুবেড়িয়া পুরসভার 27 নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা কাজল মিস্ত্রির বাড়ির সামনে কয়েকজন বাজি পোড়াচ্ছিল । সেখানে চরকি পোড়ানোর সময় কোনওভাবে আগুন লেগে যায় বাড়িতে । ঘরের মধ্যে থাকা পরিবারের সদস্যরা আটকে পড়েন । অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় তানিয়া মিস্ত্রি, ইশান ধাড়া এবং মমতাজ খাতুনের । আহত হয়েছেন একাধিক ব্যক্তি।

তাঁদের সবাইকে পরে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনজনকে মৃত বলে ঘোষণা করেছেন চিকিৎসকরা। আশঙ্কাজনক অবস্থায় দু'জন এখনও উলুবেড়িয়া মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন রয়েছেন বলে খবর । এদিনের ঘটনার নেপথ্যে স্থানীয়দের অসাবধানতাকেই দায়ী করছেন অনেকে ৷ কেন কচিকাচাদের একা বাজি পোড়াতে দেওয়া হল সেই নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে ৷ কালীপুজোর পরের দিন এহেন ঘটনায় স্বাভাবিকভাবেই শোকের ছায়া বাজারপাড়ায় ৷

ABOUT THE AUTHOR

...view details