পোলবা, 13 ফেরুয়ারি:ইট ভাঁটায় কর্মরত মহিলা কর্মীর খণ্ডিত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য হুগলির সুগন্ধায় । মৃতের নাম জ্যোৎস্না জানা (55) । বাড়ি পোলবার জগন্নাথবাটিতে । সুগন্ধায় ইট ভাঁটার পাশে পরিতক্ত একটি কারখানার চৌবাচ্চার মধ্যে থেকে মহিলার দেহ উদ্ধার হয় । তাঁকে গলা কেটে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের ৷ মহিলার ছেলে দলের সক্রিয় কর্মী বলে দাবি বিজেপি নেতার ৷ পোলবা থানার পুলিশ ঘটনাস্থলে থেকে দেহ উদ্ধার করে নিয়ে গিয়েছে । দেহটিকে ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্তও শুরু করছে পুলিশ ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই জ্যোৎস্না ও তাঁর স্বামী পূর্ণচন্দ্র জানা সুগন্ধার একটি ইট ভাঁটাতে থাকেন । পূর্ণচন্দ্র জানা ইট ভাঁটায় লরি চালাতেন । তবে বর্তমানে তিনি অসুস্থ । মহিলা ইট ভাটায় রান্নার কাজ করতেন । সোমবার ইট ভাঁটার পাশে একটি পরিতক্ত কেমিক্যাল কারখানায় পাশে ছাগল নিয়ে চড়াতে গিয়েছিলেন জোৎস্না । তারপর থেকেই মহিলাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না । তখন স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন । এরপরেই কারখানার জঙ্গলে মহিলার একটি জুতো দেখতে পাওয়া যায় । সেখানে থাকা চৌবাচ্চায় গাছ চাপা দেওয়া দেখে সন্দেহ হয় স্থানীয়দের। রাতেই খবর দেওয়া হয় পোলবা থানার পুলিশকে । পুলিশ এসে পরিতক্ত চৌবাচ্চা থেকে মহিলার খণ্ডিত দেহ উদ্ধার করে । পুলিশের প্রাথমিক অনুমান, মহিলাকে খুন করেছে দুষ্কৃতীরা । কিন্তু কী কারণে এই খুন, তা পরিষ্কার নয় এখনও।