পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

প্রেমিককে গাছের সঙ্গে বেঁধে যৌনাঙ্গ কাটল হাওড়ার তরুণী ! সম্পর্কের টানাপোড়েন? - BOY FRIEND STABBED

প্রেমিককে গাছের সঙ্গে বেঁধে ধারালো অস্ত্র দিয়ে যৌনাঙ্গ কাটল তরুণী ! এই অভিযোগ উঠেছে হাওড়ায় ৷ যুবককে ভর্তি করা হয়েছে এসএসকেএমে ৷

ETV BHARAT
প্রেমিককে গাছের সঙ্গে বেঁধে যৌনাঙ্গ কাটল হাওড়ার তরুণী ! (ফাইল চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Dec 8, 2024, 3:02 PM IST

Updated : Dec 8, 2024, 3:20 PM IST

হাওড়া, 8 ডিসেম্বর: প্রেমিকের যৌনাঙ্গ কাটল প্রেমিকা ! ডোমজুড়ের পার্বতীপুরের এক তরুণীর বিরুদ্ধে এমনই অভিযোগ উঠেছে । শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটে ৷ কী কারণে ওই তরুণী এই নৃশংস কাজ করেন, তা এখনও স্পষ্ট নয় । তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ । গুরুতর জখম অবস্থায় কলকাতার এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন ওই যুবক ।

সূত্রের খবর, বেশ কিছুদিন ধরেই সম্পর্কে রয়েছেন ওই যুবক ও যুবতী । সব কিছু ঠিকঠাকই চলছিল । তবে হঠাৎ কোনও একটি বিষয় নিয়ে প্রেমিক এবং প্রেমিকার মধ্যে টানাপোড়েন শুরু হয়েছিল বলে খবর । আর সেই রাগেই শুক্রবার রাতে ওই তরুণী প্রেমিকের যৌনাঙ্গ কেটে দেন বলে অভিযোগ । গুরুতর জখম অবস্থায় ওই যুবককে ভর্তি করানো হয়েছে কলকাতার এসএসকেএম হাসপাতালে । অন্যদিকে, খুনের চেষ্টার অভিযোগে পুলিশের হাতে গ্রেফতার হন তরুণী ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, 24 বছরের যুবকের সঙ্গে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল বছর কুড়ির তরুণীর । দুই বাড়ির লোকই তাঁদের সম্পর্কের কথা জানতেন । সম্পর্ক একবার ভেঙে গেলেও স্থানীয় সূত্রে দাবি, পরে দুজনের সম্পর্ক ঠিকও হয়ে গিয়েছিল । কিন্তু সম্প্রতি দু’জনের মধ্যে বনিবনা হচ্ছিল না । তার মধ্যেই শুক্রবার ঘটে এই চাঞ্চল্যকর ঘটনা ।

জানা গিয়েছে, শুক্রবার রাতে প্রেমিককে নিজের বাড়িতে ডেকে পাঠান ওই তরুণী । সেই মতো হাজিরও হন যুবক । দু’জনে বেশ কিছুক্ষণ কথাবার্তা বলেন । গল্প করতে করতে প্রেমিককে বাড়ির কাছে বাগানে নিয়ে যান তরুণী । এরপর তিনি প্রেমিককে গাছের সঙ্গে বেঁধে দেন ৷ তাঁর চোখও বেঁধে দেন ৷ আর তারপরই ধারালো অস্ত্র দিয়ে তাঁর গোপনাঙ্গে আঘাত করা হয় বলে অভিযোগ । জানা গিয়েছে, যুবকের অর্ধেক পুরুষাঙ্গ কেটে যায় ।

পুলিশ সূত্রের খবর, জিজ্ঞাসাবাদের সময় তরুণী জানিয়েছেন, তাঁকে ব্ল্যাকমেল করতেন প্রেমিক । তাই তাঁকে জব্দ করতে এই কাণ্ড করেছেন । যদিও কী নিয়ে ব্ল্যাকমেল করা হয়েছিল তাঁকে, তা বিস্তারিত ভাবে জানা যায়নি । হাওড়া সিটি পুলিশের ডিসিপি (দক্ষিণ) সুরিন্দর সিংহ বলেন, "হাওড়ার ডোমজুড় থানা এলাকায় ঘটনাটি ঘটেছে । অভিযোগ পাওয়ার পরই ডোমজুড় থানার পুলিশ আধিকারিকেরা তদন্ত শুরু করেছেন । চিকিৎসার জন্য ওই যুবককে কলকাতার এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়েছে । সেখানে তাঁর চিকিৎসা চলছে ।"

অভিযুক্ত তরুণীকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করছে ডোমজুড় থানার পুলিশ । পুলিশের প্রাথমিক অনুমান, তরুণী একা নন, তাঁর সঙ্গে আরও কেউ ছিল । নয়তো 20 বছরের তরুণীর পক্ষে একা এই কাজ করা সম্ভব নয় । গোপনাঙ্গে আঘাতের কারণ ঘিরেও ধোঁয়াশা রয়েছে । মনে করা হচ্ছে, প্রেমে কোনও অশান্তির জেরেই এই কাণ্ড ঘটিয়েছেন তরুণী ।

Last Updated : Dec 8, 2024, 3:20 PM IST

ABOUT THE AUTHOR

...view details