রায়গঞ্জ, 23 জুন: বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে স্বামীকে খুন করার অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে । চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের ভরতগছ এলাকায় । মৃত ব্যক্তির নাম মহম্মদ আনোয়ার । এই খুনের ঘটনায় স্ত্রী পারবিনা বেগমকে আটক করে ঘটনা তদন্ত শুরু করেছে চোপড়া থানা পুলিশ ।
বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে স্বামীকে খুন মহিলার ! পাট ক্ষেতে মিলল দেহ - Extramarital Affairs - EXTRAMARITAL AFFAIRS
Woman Kills Husband: বিবাহ বহির্ভূত সম্পর্কের জের ৷ স্বামীকে খুন করে পাট ক্ষেতে দেহ ফেলে দেওয়ার অভিযোগ মহিলার বিরুদ্ধে ৷ অভিযুক্তকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ চোপড়ায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ৷
Published : Jun 23, 2024, 9:36 PM IST
পরিবার সূত্রে জানা গিয়েছে, চোপড়া ব্লকের ভরতগছ গ্রামের বাসিন্দা মহম্মদ আনোয়ার বাইরে পরিযায়ী শ্রমিকের কাজ করতেন । অভিযোগ, স্বামী আনোয়ার ভিন রাজ্যে থাকাকালীন কয়েক মাস ধরে প্রতিবেশী এক ব্যক্তির সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক চালিয়ে যাচ্ছিলেন পারবিনা বেগম । কিছুদিন আগেই বাড়িতে ফেরেন আনোয়ার ৷ রবিবার সকালে বাড়ির পেছনের পাট ক্ষেত থেকে আনোয়ারের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয় ৷ দেহটি প্রথমে দেখতে পায় স্থানীয় বাসিন্দারা । এই খবর জানাজানি হতেই গ্রামের আশপাশ থেকে বহু মানুষ ছুটে আসে ঘটনাস্থলে । খবর দেওয়া হয় চোপড়া থানায় । দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠায় পুলিশ । এরপরেই এই ঘটনায় আনোয়ারের স্ত্রী পারবিনা বেগমকে আটক করা হয় ।
মৃত মহম্মদ আনোয়ারের বোন মমতাজ বেগম বলেন, "আমার বৌদি পারবিনা বেগমের সঙ্গে প্রতিবেশী এক ব্যক্তির সম্পর্ক ছিল । বিবাহ বহির্ভূত ওই সম্পর্কের জেরে আমার দাদা আনোয়ারকে খুন করা হয়েছে । যারা আমার দাদাকে খুন করেছে তাদের উপযুক্ত শাস্তি চাই ।" স্থানীয় বাসিন্দা বসিরউদ্দিনের কথায়, "আমার বাড়ির পেছনে আনোয়ারের ক্ষতবিক্ষত দেহটি পাওয়া যায় । আনোয়ারের স্ত্রী পারবিনা বেগমের সঙ্গে বিয়ের আগের থেকে পার্শ্ববর্তী এলাকার এক ব্যক্তির সম্পর্ক ছিল । বিয়ের পরও তাঁর সঙ্গে সম্পর্ক বজায় রাখে পারবিনা । ঘরের মধ্যেই আনোয়ারকে খুন করে বাড়ির পাশে একটি পাট খেতে তাঁর দেহটিকে ফেলে দেয় স্ত্রী । যারা আনোয়ারকে খুন করেছে পুলিশ তদন্ত করে তাদের উপযুক্ত শাস্তি দিক সেই দাবি জানাচ্ছি ৷"