কলকাতা, 9 এপ্রিল: ভূপতিনগর নিয়ে যখন রাজ্য রাজনীতি উত্তপ্ত, ঠিক তখনই দিল্লি গেলেন এনআইয়ের এসপি ধনরাম সিং। আর জাতীয় তদন্তকারী সংস্থার এসপি-র দিল্লি যাওয়াকে কেন্দ্র করে আরও একবার সরব হলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ । সোশাল মিডিয়ায় এই নিয়ে তিনি রীতিমতো তোপ দেগেছেন । তিনি বলেন, দিল্লি ডেকে তৃণমূলের চোখে ধুলো দেওয়া যাবে না ৷ ধনরামের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিতে হবে । এ দিকে, সূত্রের তরফে জানা গিয়েছে যে, রাজ্যে এনআইএ-র এসপি হতে পারেন রাকেশ রোশন ৷ কুণালের পোস্টেও তাঁর নামের উল্লেখ রয়েছে ৷
এনআইএ-র সঙ্গে বিজেপির যোগ নিয়ে অভিযোগের পরপরই জাতীয় তদন্তকারী সংস্থার এসপিকে দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে । তাই নিয়ে তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ সোশাল মিডিয়া এক্স হ্যান্ডেলে লেখেন, বিজেপি ও এনআইএ-র ষড়যন্ত্র নিয়ে কড়া অবস্থা নিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । তারপরই আজ মঙ্গলবার এনআইয়ের এসপি ধনরাম সিংকে দিল্লি তলব করা হয়েছে । তাঁর জায়গায় বিহারের পটনা থেকে এনআইএ-র দায়িত্ব সামলাতে আনা হচ্ছে রাকেশ রোশনকে । যদিও গোটা বিষয়টি ধামাচাপা দিতে এই পদক্ষেপ ।
কুণালের কথায়, "আমরা ধনরাম সিং-এর বিরুদ্ধে সম্পূর্ণ তদন্ত চাইছি । এভাবে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করবেন না । এটা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একটা সাংঘাতিক প্লট । কোনওভাবেই ষড়যন্ত্রকে আড়াল করার চেষ্টা মেনে নেওয়া হবে না । আমরা এনআইএ-র কাছে দাবি জানাচ্ছি, সঠিক প্রেস রিলিজ দিয়ে আপনারা জানান, ধনরাম সিং-এর বিরুদ্ধে সঠিক তদন্ত করা হবে ।" একইসঙ্গে তিনি এনআইএ-র ডিজিকে পরিবর্তনের দাবি জানিয়েছেন । তাঁর দাবি, এই গোটা পরিস্থিতির জন্য দায়ী তিনিও ।
প্রসঙ্গত, গত কয়েকদিন ধরেই তৃণমূল কংগ্রেস দাবি করছিল যে, বিজেপির কথায় এনআইএ তৃণমূল নেতাদের গ্রেফতার করছে । জাতীয় তদন্তকারী সংস্থা বিজেপির তল্পিবাহকের কাজ করছে । এই বক্তব্যের ব্যাখ্যা করতে গিয়ে এনআইএ-র এসপি ধনরাম সিং-এর সঙ্গে 26 মার্চ নিউটাউনের ফ্ল্যাটে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির সাক্ষাতের তথ্য প্রকাশ্যে আনে শাসকদল । তারা দাবি করে, ওই দিন ডিআর সিং-এর সঙ্গে বসেই তৈরি হয়েছিল ভূপতিনগর অপারেশনের ব্লু প্রিন্ট ।