পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সন্দেশখালির বিজেপি নেতা বিকাশ সিং কেন গ্রেফতার ? জানতে চাইলেন বিচারপতি - Sandeshkhali BJP leader

Calcutta High Court: সন্দেশখালির বিজেপি নেতা বিকাশ সিং-কে কেন গ্রেফতার করেছে পুলিশ, তা জানতে চাইলেন বিচারপতি কৌশিক চন্দ ৷ মামলার পরবর্তী শুনানি 28 ফেব্রুয়ারি ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Feb 26, 2024, 6:05 PM IST

Updated : Feb 26, 2024, 7:12 PM IST

কলকাতা, 26 ফেব্রুয়ারি:সন্দেশখালির বিজেপি নেতা বিকাশ সিং-কে পুলিশ কেন গ্রেফতার করেছে, তা জানতে চাইলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ । বিকাশ তাঁর গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে এফআইআর বাতিলের আবেদন জানিয়ে মামলা করেছেন ।

সন্দেশখালির বিজেপি নেতার গ্রেফতারি নিয়ে আজ প্রশ্ন তোলেন বিচারপতি কৌশিক চন্দ । রাজ্য পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলে আদালত । আগামী 28 ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানি হবে । বিকাশ সিং-কে কেন গ্রেফতার করা হয়েছে, তা সেই দিন জানাতে হবে রাজ্য সরকারকে ৷

বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি বিকাশ সিং । বর্তমানে তিনি বসিরহাট লোকসভা কেন্দ্রের আহ্বায়কের দায়িত্বে রয়েছেন তিনি । তাঁকে বাড়ি থেকেই গ্রেফতার করে পুলিশ । সন্দেশখালি থানার কাছেই তাঁর বাড়ি । অভিযোগ ওঠে, সন্দেশখালিতে হিংসার পিছনে হাত রয়েছে বিকাশের । গ্রামবাসীদের উস্কানি দেওয়ার অভিযোগে নাম জড়ায় এই বিজেপি নেতার । তারপরই তিনি গ্রেফতার হন ।

এ দিন শুনানিতে বিকাশের তরফে আইনজীবী রাজদীপ মজুমদার বলেন, বিজেপি নেতা বিকাশ সিং-এর গ্রেফতারিতে বিস্তর ত্রুটি নিজের রায়ে উল্লেখ করেছে বসিরহাট আদালত । এমনকি তাঁকে এই অভিযোগে গ্রেফতারের প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তুলেছেন বিচারক । একই মামলায় উত্তম সরদার ও বিকাশ সিং-কে গ্রেফতার করা হয় । সেখানে উত্তম সরদার জখম হয়েছেন ও তাঁর চিকিৎসা করানো হয়েছে বলে দাবি করে পুলিশ । কিন্তু তাঁর কোনও মেডিক্যাল ডকুমেন্ট দেখাতে পারেনি পুলিশ । পুলিশ উত্তমকে সাক্ষী দেখিয়েও তাঁকে গ্রেফতার করেছে ।

আদালতের নথি অনুযায়ী, শিবু হাজরার কর্মী ভানু থানায় অভিযোগ করেন যে, তাঁদের মুরগির হ্যাচারি জ্বালিয়ে দেওয়া হয়েছে । 70-80 জনকে নিয়ে বিকাশ এই কাজ করেছেন বলে অভিযোগ । সেই ঘটনায় বিকাশকে গ্রেফতার করে পুলিশ ।

বিচারপতির পর্যবেক্ষণ, পুলিশ তার ক্ষমতার অপব্যবহার করেছে । অভিযুক্ত যাতে তাঁর ন্যূনতম অধিকার পেতে না পারেন, তাই তাঁর বিরুদ্ধে একটা কঠিন ধারা যুক্ত করা হয়েছে । এফআইআর-এর বক্তব্য এবং বাস্তবে দেওয়া নথির মধ্যে কোনও মিল পাওয়া যাচ্ছে না ।

অন্যদিকে, রাজ্য এই আদালতের এই মামলা শোনার এক্তিয়ার নিয়েই প্রশ্ন তুলেছে । সেই নিয়ে বিস্তারিত শুনানি হবে । আগামী 28 ফেব্রুয়ারি ফের শুনানি হবে এই মামলার ।

আরও পড়ুন:

  1. সন্দেশখালি মামলায় শাহজাহানকে যুক্ত করল হাইকোর্ট, গ্রেফতারিতে স্থগিতাদেশ নেই বলে জানালেন প্রধান বিচারপতি
  2. হচ্ছে কী? নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যকে তীব্র ভর্ৎসনা বিচারপতি বসুর
  3. এবার নিশানা শাহজাহান ঘনিষ্ঠ শঙ্কর সর্দার, বাড়িতে ঝাঁটা-লাঠি হাতে হামলা উত্তেজিত মহিলাদের
Last Updated : Feb 26, 2024, 7:12 PM IST

ABOUT THE AUTHOR

...view details