বিশেষজ্ঞের থেকে জানুন কারণ কলকাতা, 1 এপ্রিল: বর্ষাকালে আগে দেখা দিত ম্যালেরিয়ার মতো মশাবাহিত রোগের প্রাদুর্ভাব ৷ কিন্তু যত সময় বদলাচ্ছে তার সঙ্গে বদল ঘটছে রোগের ধরণের ৷ এখন গ্রীষ্মকালেও রক্ষা নেই ৷ গরমেও দেখা যাচ্ছে ম্যালেরিয়া হওয়ার প্রবল সম্ভাবনা ৷
গবেষণায় উঠে এসেছে, ম্যালেরিয়ার ক্ষেত্রে মশা হুঁল ফোঁটাতে পছন্দ করছে মহিলা অপেক্ষা বেশি পুরুষদের । আবার অন্য এক গবেষণায় দেখা গিয়েছে, সাধারণ মহিলাদের অপেক্ষা অন্তঃসত্ত্বাদের প্রতি মশার আকর্ষণ বেশি । এর কারণ জানালেন কলকাতা পৌরনিগমের পতঙ্গ বিশারদ চিকিৎসক দেবাশিস বিশ্বাস ।
- ঘাম ও চড়া সুগন্ধি মশার পছন্দের
তিনি জানান, ইতিমধ্যেই ডেঙ্গি মশা এডিশ ইজিপ্টাই নিয়ে গবেষণায় বেশ কিছু তথ্য সামনে এসেছে, যা চমকে দেওয়ার মতো । যেমন ঘাম, অ্যালকোহল বা চড়া সুগন্ধি মশার পছন্দের । ফলে গায়ে চড়া সুগন্ধি দিলে বা অতিরিক্ত মদ্যপান করা থেকে বিরত থাকতে বলা হচ্ছে । আবার লাল, কালো বা নীল ও গাঢ় রঙ পছন্দের বলে সেই ধরনের জামা গরমের সময় না পরাই ভালো । একদিকে গাঢ় রং, অন্যদিকে ঘামের সম্ভাবনা, এগুলি মশাকে আপনার প্রতি বেশি আকৃষ্ট করতে পারে । মদ্যপ লোকজন বা ঘর্মাক্ত অবস্থায় দীর্ঘ সময় থাকা মানুষজনকে ডেঙ্গির মশা কামড়ায় বেশি । তবে গবেষণায় ম্যালেরিয়া মশার চরিত্রের বেশ কিছু নতুন বৈশিষ্ট্য উঠে এসেছে ।
- লম্বা পুরুষ আকৃষ্ট করে মশাদের
চিকিৎসক দেবাশিস বিশ্বাস জানাচ্ছেন, পুরুষদের প্রতি মশাদের আকর্ষণ একটু বেশি । বিশেষত যেসব পুরুষরা লম্বা, ভুঁড়ি আছে তারা মশাদের পছন্দের তালিকায় শীর্ষে থাকে । ওইসব পুরুষরা বিভিন্ন কারণে খাওয়া দাওয়া বেশি করে । ঘামেও বেশি । নাক দিয়ে মুখ দিয়ে বেশি কার্বনডাই অক্সাইড ছাড়ে বেশি । আর মশার ঘাম ও কার্বনডাই অক্সাইড দুটোই প্রিয় । তাই তারা এইরকম পুরুষদের দিকে ছুটে ছুটে যায় ৷
- অন্তঃসত্ত্বাদের নিয়ে গবেষণা
আফ্রিকার গাম্বিয়াতে একটি গবেষণা করেন ম্যালেরিয়া গবেষক স্টিভ লিনসেট । সেখানে দুটো ঘরে মশারির ভিতর একজন অন্তঃসত্ত্বা ও একজন সাধারণ মহিলাকে বেশ কয়েকদিন রাখা হয়েছিল । প্রতিদিন সকালে মশারির গা থেকে মশা ধরতেন গবেষকরা । তাতেই উঠে এসেছে যে অন্তঃসত্ত্বাদের বেশি পছন্দ মশাদের । কারণ হল, অন্তঃসত্ত্বাদের অক্সিজেন চাহিদা অনেকটা বেশি । শ্বাস, প্রশ্বাস বেশি হয় । ফলে কার্বনডাই অক্সাইড নির্গমনও বেশি হয় ।
দ্বিতীয় কারণটি হল, অন্তঃসত্ত্বাদের দেহের তাপমাত্রা বেড়ে যায় ৷ তখন দেহ ঠান্ডা রাখতে চামড়ার নীচের অংশে যে রক্ত সঞ্চালন সেটাও খানিকটা বাড়ে । ফলে ঘাম বেশি হয় । ঘামে ল্যাকটিক অ্যাসিড থাকে । তাই মশাদের বেশি আকর্ষিত করে । তৃতীয় কারণ, অন্য মহিলাদের থেকে সন্তানসম্ভবারা দ্বিগুণ প্রস্রাব করেন । ফলে ম্যালেরিয়া মশা বেশি আকর্ষিত হয়ে কামড়ায় বেশি ।
আরও পড়ুন:
- গরমেও হতে পারে ম্যালেরিয়া, সতর্ক করলেন চিকিৎসক
- মশা শুধু রোগের বাহক নয়, মৃত্যুও ঘটায়; বিশ্ব ম্যালেরিয়া দিবসে সর্তকতা
- আয়ুর্বেদেও সম্ভব ম্যালেরিয়া ও অন্যান্য ভেক্টর বাহিত রোগের চিকিৎসা, বলছেন চিকিৎসেরা