পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বঙ্গে বার্ড ফ্লু-এ আক্রান্ত চার বছরের শিশু, মানব শরীরে সংক্রমণে বাড়ছে আতঙ্ক! - Bird Flu - BIRD FLU

Bird Flu: পশ্চিমবঙ্গের এক শিশু আক্রান্ত বার্ড ফ্লু-তে ৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে উদ্ধৃত করে এই তথ্য দিয়েছে সংবাদসংস্থা ৷ 2019 এর পর এটি ভারতে বার্ড ফ্লুতে আক্রান্ত হওয়ার দ্বিতীয় ঘটনা ৷

Bird Flu
বার্ড ফ্লু (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jun 12, 2024, 1:12 PM IST

Updated : Jun 12, 2024, 1:59 PM IST

কলকাতা, 12 জুন: বার্ড ফ্লু-তে আক্রান্ত পশ্চিমবঙ্গের এক শিশু ৷ মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে উদ্ধৃত করে এই খবর জানিয়েছে সংবাদসংস্থা রয়টার্স ৷ সেখানে জানানো হয়েছে যে এইচ9এন2 ভাইরাসে আক্রান্ত ওই শিশুর বয়স চার বছর ৷ তবে তার নাম-পরিচয় বা সে কোন জেলার বাসিন্দা, সেই বিষয়ে বিস্তারিত কোনও তথ্য পাওয়া যায়নি ৷

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে জানানো হয়েছে, গত ফেব্রুয়ারি মাসে ক্রমাগত গুরুতর শ্বাসকষ্ট, মারাত্মক জ্বর এবং পেটে ক্র্যাম্পের কারণে ওই শিশুকে স্থানীয় কোনও হাসপাতালের পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে (পিকু) ভরতি করা হয় ৷ ওই হাসপাতালেই তার চিকিৎসা হয় প্রায় তিনমাস ধরে ৷ তার পর তাকে ছেড়ে দেওয়া হয় ৷ তবে তার কী ধরনের চিকিৎসা হয়েছে, সেই বিষয়ে বিস্তারিত তথ্য মেলেনি ৷

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে আরও জানানো হয়েছে, ওই শিশু বাড়িতে ও তার আশেপাশে হাঁস-মুরগির সংস্পর্শে এসেছিল ৷ তার থেকেই সে অসুস্থ হয়ে পড়ে ৷ তবে তার পরিবার ও অন্যান্য পরিচিতিদের মধ্যে শ্বাসকষ্ট জনিত অসুস্থতার লক্ষণ প্রকাশ পায়নি ৷ একমাত্র সেই অসুস্থ হয়ে পড়ে ৷

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, 2019 সালে ভারতে বার্ড ফ্লু-তে আক্রান্তের প্রথম খবর পাওয়া গিয়েছিল ৷ এটা দ্বিতীয় ঘটনা, যেখানে কেউ আক্রান্ত হলে এই ভাইরাসে ৷ এইচ9এন2 ভাইরাসে কেউ আক্রান্ত হলে সাধারণত হালকা অসুস্থতা হয় ৷ পোলট্রিতে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাস থাকার কারণেই এই ভাইরাস ছড়িয়ে পড়ে ৷ স্বাস্থ্যমন্ত্রকের তরফে এই নিয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷

Last Updated : Jun 12, 2024, 1:59 PM IST

ABOUT THE AUTHOR

...view details