পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

লাইভ স্ট্রিমিংয়ে ভয় কেন, মুখ্যমন্ত্রী কী লুকাতে চাইছেন; প্রশ্ন সুকান্তর - KOLKATA RAPE AND MURDER

Sukanta Majumdar Criticises Mamata Banerjee: কেন জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকের সরাসরি সম্প্রচারে রাজি নন মুখ্য়মন্ত্রী ? এবার এই প্রশ্নই তুললেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ৷ প্রশ্ন তুললেন, তিনি কী লুকাতে চাইছেন মানুষের থেকে ? ধর্মতলায় ওয়াই চ্যানেলে বিজেপির ধরনা মঞ্চ থেকে এভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন তিনি ৷

Sukanta Majumdar Criticises Mamata Banerjee
ধর্মতলার ধরনা মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা সুকান্ত মজুমদারের ৷ (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Sep 13, 2024, 11:16 AM IST

কলকাতা, 13 সেপ্টেম্বর: জুনিয়র ডাক্তারদের সঙ্গে আলোচনা সবার সামনে হলে সমস্যা কোথায় ? এবার এই প্রশ্ন তুললেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ৷ অভিযোগ করলেন, জুনিয়র ডাক্তাররা যে প্রশ্নগুলি মুখ্যমন্ত্রীর কাছে করতেন, তার কোনও জবাব মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ৷ সেই কারণেই তিনি আলোচনার সরাসরি সম্প্রচার এড়িয়ে গিয়ে, বৈঠক ভেস্তে দিয়েছেন বলে মন্তব্য করলেন সুকান্ত ৷ পাশাপাশি, মুখ্যমন্ত্রীর পদত্যাগ ইস্যুতে সুকান্তের পালটা কটাক্ষ, "উনি দেহত্যাগ না-করলে, পদত্যাগ করবেন না ৷"

জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকের সরাসরি সম্প্রচারে আপত্তি নিয়ে মুখ্যমন্ত্রীকে নিশানা সুকান্ত মজুমদারের ৷ (ইটিভি ভারত)

বৃহস্পতিবার আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের 15 জনের প্রতিনিধি দল নবান্নে গিয়েছিলেন রাজ্য সরকারের আলোচনা প্রস্তাবে সাড়া দিয়ে ৷ কিন্তু, সেই আলোচনার সরাসরি সম্প্রচার দাবি করেছিলেন জুনিয়র ডাক্তাররা ৷ কিন্তু, সেই প্রস্তাব মানতে রাজি হননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আর এই সরাসরি সম্প্রচার ইস্যুতে ভেস্তে যায় মুখ্যমন্ত্রী এবং জুনিয়র ডাক্তারদের আলোচনা ৷ নবান্নের চৌকাঠ থেকে ফের আন্দোলন মঞ্চে ফিরে এসেছেন জুনিয়র ডাক্তাররা ৷

বৈঠকের সরাসরি সম্প্রচার না-করা ও আলোচনা ভেস্তে যাওয়ায় সরাসরি মুখ্যমন্ত্রীকেই নিশানা করলেন রাজ্য বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার ৷ তিনি বলেন, "সমাধান হওয়া, না-হওয়া নির্ভর করছে আলোচনার উপরে ৷ আর আলোচনাটা জনগণের সমক্ষে হলে মুখ্যমন্ত্রীর ভয় কোথায় ? উনি কী লুকোতে চাইছেন ?" এ নিয়ে সুকান্ত অভিযোগ করেছেন, জুনিয়র ডাক্তাররা সেই বৈঠকে যে প্রশ্নগুলি মমতাকে করতেন, তার জবাব দিতে পারতেন না তিনি ৷

সুকান্তর কথায়, "ডাক্তারবাবুরা ক্রাইম সিনের ক্রোনোলজি জিজ্ঞেস করতেন, তার কোনও উত্তর মুখ্যমন্ত্রীর কাছে ছিল না ৷ মাননীয় ডাক্তারবাবুরা জিজ্ঞেস করতেন, আপনার সিপি কেন বলেছিলেন, যে বাইরে থেকে কোনও আঘাতের চিহ্ন ছিল না ? যেখানে 15টা দগদগে ক্ষত নির্যাতিতার শরীরে ছিল ৷ কেন হাজার জন লোক ঘটনাস্থলে ছিলেন ? যাদের ফুটপ্রিন্ট পাওয়া গেছে সেখানে ৷ এসবের জবাব মুখ্য়মন্ত্রীর কাছে নেই ৷"

উল্লেখ্য, গতকাল বৈঠক ভেস্তে যাওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস বিবৃতির শেষে মন্তব্য করেছিলেন, জুনিয়র ডাক্তাররা বিচার চান না ৷ তাঁরা চেয়ার চান ৷ আর তাই প্রয়োজনে তিনি পদত্যাগ করতে পারেন ৷ মমতার সেই মন্তব্যেও কটাক্ষ করেছেন রাজ্য বিজেপির সভাপতি ৷ তিনি বলেন, "ওনাকে কে আটকেছে পদত্যাগ করা থেকে ৷ ওনাকে তো কেউ দু’হাত দিয়ে আটকে রাখেননি ৷ ওনাকে আমি যতটূকু চিনেছি, দেহত্যাগ না-করলে, উনি পদত্যাগ করবেন না ৷" প্রসঙ্গত, এই আরজি কর-কাণ্ডের প্রতিবাদে বিজেপির তরফে আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করা হয়েছিল ৷ এ নিয়ে বিধানসভার বিশেষ অধিবেশনেও স্লোগান তুলেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷

ABOUT THE AUTHOR

...view details