পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সরস্বতীর আরাধনার দিনে দুই বঙ্গেই বৃষ্টির পূর্বাভাস, জানাল হাওয়া অফিস - Saraswati Puja Weather

West Bengal Weather Forecast: আজ বসন্ত পঞ্চমী ৷ বাঙালির ভ্যালেনটাইনস ডে, সরস্বতী পুজো ৷ এদিকে আজ পুজোর দিনে আকাশ মেঘলাই থাকবে ৷ এমনকী হালকা বৃষ্টির পূর্বাভাসও দিয়েছে হাওয়া অফিস ৷

ETV Bharat
সরস্বতী পুজোয় আবহাওয়া

By ETV Bharat Bangla Team

Published : Feb 14, 2024, 7:54 AM IST

Updated : Feb 14, 2024, 8:10 AM IST

সরস্বতী পুজোয় আবহাওয়া কেমন থাকবে জানালেন আবহাওয়া অফিসের অধিকর্তা গণেশচন্দ্র দাস

কলকাতা, 14 ফেব্রুয়ারি: হালকা বৃষ্টির ঝাপটায় সরস্বতী পুজোর আনন্দ তাল কাটতে পারে ৷ ইতিমধ্যে বঙ্গোপসাগরে উচ্চচাপ বলয় তৈরি হয়েছে ৷ যার জেরে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প প্রবেশ করছে রাজ্যে ৷ মঙ্গলবারও রৌদ্রজ্জ্বল দিন পাওয়া যায়নি ৷ আজ সরস্বতী পুজোর দিনেও আকাশে মেঘ থাকার সম্ভাবনা ৷ এমনকী বৃষ্টির পূর্বাভাসও দিয়েছে হাওয়া অফিস ৷

আবহাওয়া অফিসের অধিকর্তা গণেশচন্দ্র দাস বলেন, "এই মুহূর্তে বঙ্গোপসাগরে একটি উচ্চচাপ বলয় রয়েছে ৷ যে কারণে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প আমাদের রাজ্যে প্রবেশ করছে ৷ এর প্রভাবেই আগামী 15 তারিখ পর্যন্ত উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ৷"

বুধবার পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম ও হুগলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ৷ আগামী 16 তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই ৷ অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে আজ মালদা ও দুই দিনাজপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ৷ কলকাতার ক্ষেত্রে আজ বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই ৷ আগামিকাল 15 তারিখ হালকা ধরনের বৃষ্টি হতে পারে ৷

বেলাশেষের মাঘ মাসে এই বৃষ্টি কৃষি ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে ৷ পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকায় সতর্কতা জারি করা হয়েছে ৷ যাতে বজ্রবিদ্যুতের সময় খোলা আকাশের নীচে না থাকার কথা বলা হয়েছে ৷ ইতিমধ্যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা বাড়তে শুরু করেছে ৷ ঠান্ডার শিরশিরানি নেই ৷ ফলে শীতের সরকারি ভাবে বিদায় ঘোষণা সময়ের অপেক্ষা ৷

মঙ্গলবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 28.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক ৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 18.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 94 শতাংশ এবং সর্বনিম্ন 44 শতাংশ ৷ আজ বুধবার দিনের আকাশ আংশিক মেঘলাই থাকবে ৷ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 28 ডিগ্রি এবং 19 ডিগ্রির আশেপাশে থাকবে ৷

আরও পড়ুন:

  1. বছরভর লুপ্তপ্রায়, সরস্বতী পুজো এলেই কদর বাড়ে স্লেট-পেনসিল জোড়ির
  2. সরস্বতী পুজোয় এক টুকরো শান্তিনিকেতনের থিম চট্টগ্রামে
  3. হচ্ছে না বিক্রিবাটা, বসন্তপঞ্চমীর মুখে মন ভালো নেই মৃৎশিল্পীদের
Last Updated : Feb 14, 2024, 8:10 AM IST

ABOUT THE AUTHOR

...view details