কলকাতা, 3 ডিসেম্বর: বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের কারণে বাংলার বাতাসে জলীয় বাষ্পের মাত্রা বেড়ে গিয়েছে ৷ সেই কারণে, গত দু'দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে বঙ্গের একাধিক জেলায় ৷ তবে চলতি সপ্তাহে তেমন কোনও পূর্বাভাস নেই ৷ এমনটাই জানাল আলিপুর আবহাওয়া দফতর ৷
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ ও উত্তর উভয় বঙ্গেই চলতি সপ্তাহে শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা রয়েছে ৷ যদিও তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন নেই ৷ আগামী 4-5 দিন তাপমাত্রায় 2-1 ডিগ্রি হেরফের হতে পারে ৷ তবে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে পারদ পতন হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের কারণে বঙ্গের বাতাসে জলীয় বাষ্প প্রবেশের বিষয়টি সাময়িক ৷ ইতিমধ্যেই আকাশ মেঘমুক্ত হয়ে গিয়েছে ৷ ফলে আপাতত আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস৷
তবে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের আগে বঙ্গে শীতের প্রবেশ ঘটবে না বলে মনে করছেন আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবীদরা ৷ সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসের কম হলে তবেই শীতের দেখা মিলবে ৷ এই মুহূর্তে বঙ্গে সেই পরিস্থিতি নেই ৷ বরং, সর্বনিম্ন তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছে ৷